দীর্ঘ চার বছর পর নিজ জমি পেলেন বীর মুক্তিযোদ্ধা
- আপলোড সময় : ০৬-১১-২০২৪ ০৩:৪৯:৩৫ অপরাহ্ন
- আপডেট সময় : ০৬-১১-২০২৪ ০৩:৪৯:৩৫ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ::
তাহিরপুরে দীর্ঘ চার বছর পর নিজ জমি পেলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল খান (৭৩)। তিনি উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বাসিন্দা। মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে উপজেলা সহকারী কমিশনার ভূমি নিজ কার্যালয়ে নামজারি খতিয়ান তার হাতে তুলে দেন।
ভূমি অফিস সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধঅ আব্দুল জলিলের বড়ছড়া মৌজার ল্যান্ড সার্ভে মোকদ্দমা ছিল। দীর্ঘ চার বছরে পর সকল প্রমাণের ভিত্তিতে ল্যান্ড সার্ভে মোকদ্দমা পরিচালনা শেষে নিজ পক্ষে জমির রায় পেয়েছেন। সে প্রেক্ষিতে নামজারি সম্পন্ন করা হয়েছে এবং নামজারি খতিয়ান সরবরাহ করা হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল খান (৭৩) বলেন, আমি অনেক খুশি। আমি আমার জমি বুঝে পেয়েছি আর ন্যায়বিচারও পেয়েছি।
তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস সাদাত মাহমুদউল্লাহ জানান, ভূমি অফিসের সেবায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল খান সন্তুষ্ট হয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন। এ ধরনের কৃতী নাগরিকদের সেবা দিতে পেরে আমরা আনন্দিত। এছাড়াও আমার পক্ষ থেকে ভূমি সংক্রান্ত সকল অনিয়ম রোধে কঠোর পদক্ষেপ গ্রহণ ও নজরদারি রয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ