কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- আপলোড সময় : ০৫-১১-২০২৪ ১১:৩৮:১৫ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৫-১১-২০২৪ ১১:৩৮:১৫ পূর্বাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরকারিভাবে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। ৪ নভেম্বর সোমবার জগন্নাথপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৪/২৫ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, চিনাবাদাম, সূর্যমুখি, মুগডালের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সরকারিভাবে বিনামূল্যে সরিষা বীজ ও সার বিতরণ উদ্বোধন করেন এবং উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-বশিরুল ইসলাম।
জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আল আমিন, উপজেলা সমবায় কর্মকর্তা রাজমনি সিংহ প্রমুখ। এ সময় উপজেলা কৃষি অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাদের মধ্যে রাজন আকন্দ, তপন চন্দ্র শীল, রেজাউল করিম, সুমন চন্দ্র দাস, ফজলুল হক, আমির আফজাল, উজ্জ্বল দেবনাথ, বুলবুল জাহান কমলসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ ও উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা সুবিধাভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ