জাতীয় ইঁদুর নিধন অভিযান পালিত
- আপলোড সময় : ০৫-১১-২০২৪ ১১:১৩:১২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৫-১১-২০২৪ ১১:১৩:১২ পূর্বাহ্ন
জগন্নাথপুর প্রতিনিধি ::
জগন্নাথপুরে জাতীয় ইঁদুর নিধন অভিযান পালিত হয়েছে। সোমবার জগন্নাথপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে জাতীয় ইঁদুর নিধন অভিযান উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-বশিরুল ইসলাম। এতে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আল আমিন, উপজেলা সমবায় কর্মকর্তা রাজমনি সিংহ, কৃষি অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাদের মধ্যে রাজন আকন্দ, তপন চন্দ্র শীল, রেজাউল করিম, সুমন চন্দ্র দাস, ফজলুল হক, আমির আফজাল, উজ্জ্বল দেবনাথ, বুলবুল জাহান কমলসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ ও উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা কৃষকেরা উপস্থিত ছিলেন। সভায় কৃষকদের স্থানীয়ভাবে বাঁশের তৈরি ফাঁদ দিয়ে সহজে ইঁদুর নিধনের কলা-কৌশল শিখিয়ে দেয়া হয়।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ