সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লক্ষ্য একটাই, ২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন : মির্জা ফখরুল মাদকসহ গ্রেফতারের পর জামিনে এসে প্রতিবাদকারীর বিরুদ্ধে মামলা! ৭২-এর সংবিধানকে টিকিয়ে রাখতে চাচ্ছে বিএনপি : নাহিদ ইসলাম ভারতীয় সহকারী হাইকমিশনারের শুল্ক স্টেশন পরিদর্শন পথে যেতে যেতে : পথচারী হাসন তোরণ থেকে আলফাত স্কয়ার শুরু হচ্ছে চার লেন সড়ক নির্মাণকাজ নতুন আঙ্গিকে ‘হোটেল নূরানী’র শুভ উদ্বোধন জনগণের সেবার দায়িত্ব আন্তরিকভাবে পালন করতে হবে : অতিরিক্ত বিভাগীয় কমিশনার সম্ভব-অসম্ভবে ভোটের প্রস্তুতি শাপলা প্রতীক কেউ পাবে না: বিবিসি বাংলাকে সিইসি সুনামগঞ্জে এনসিপি’র নেতৃত্বে সাজাউর রাজা সুমন এনসিপি’র কমিটিতে নাম আসা হারুনুর রশিদ বললেন- “তিনি বিএনপি’র রাজনীতিতে যুক্ত” পাসপোর্ট ইস্যু বেড়েছে চার গুণ শহর যানজটমুক্ত করতে ১৬ জুলাই থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ : জেলা প্রশাসক একটি মাত্র সেতুর অভাবে দুর্ভোগে কয়েক হাজার মানুষ পাঁচ গুণিজনকে সম্মাননা প্রদান ‘রাজসাক্ষী’ হিসেবে শর্তসাপেক্ষে চৌধুরী মামুনকে ক্ষমা করা যেতে পারে : ট্রাইব্যুনাল ষড়যন্ত্র এখনো শেষ হয়ে যায়নি, স্পষ্ট হচ্ছে অদৃশ্য শত্রু : তারেক রহমান চার উপজেলায় এসিল্যান্ড নেই, দুর্ভোগে সেবাপ্রত্যাশীরা শহরের খাল উদ্ধারে ফের শুরু হচ্ছে অভিযান

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হলো শিক্ষা কার্যক্রম

  • আপলোড সময় : ০৪-১১-২০২৪ ০৯:৪৬:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-১১-২০২৪ ০৯:৪৬:০২ পূর্বাহ্ন
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হলো শিক্ষা কার্যক্রম
শান্তিগঞ্জ প্রতিনিধি :: দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সুনামগঞ্জবাসীর স্বপ্নের বাস্তবায়ন হয়েছে। নতুন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার মধ্য দিয়ে ইতিহাসের নতুন এক যুগে পদার্পণ করেছে হাওরের রাজধানী খ্যাত সুনামগঞ্জ জেলা। উদ্বোধন হয়েছে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শ্রেণি কার্যক্রমের। রবিবার (৩ নভেম্বর) সকাল ১১টায় শান্তিগঞ্জ উপজেলার টেক্সটাইল ইন্সটিটিউটের সভা কক্ষে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথম ব্যাচের নবীন শিক্ষার্থীদের বরণ নেয় সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি)। প্রতিষ্ঠানটিতে চার বিভাগে ১২৮ জন শিক্ষার্থী নিয়ে সুনামগঞ্জ টেক্সটাইল ইন্সটিটিউটের অস্থায়ী ক্যা¤পাসে চলবে এ শিক্ষা কার্যক্রম। নবীন বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পদার্থ বিভাগের চেয়ারম্যান শেখ আবদুল লতিফ। বিশ্ববিদ্যালয়ের প্রভাষক সাইদুল হাসান এবং শান্তা রানী সাহার যৌথ পরিচালনায় শিক্ষা কার্যক্রম উদ্বোধন এবং নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু নঈম শেখ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নতুন হলেও আপনারা জেনে খুবই খুশি হবেন যে, ইতোমধ্যে প্রায় ৫০টি জার্নালে এই প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবেদন প্রকাশ হয়েছে। এটি অত্যন্ত আশাবাদের খবর। এখানে অনেক শিক্ষক এসেছেন, যারা চাইলে একটি বিশ্ববিদ্যালয়ের চেহারা আমূল বদলে দিতে পারবেন। সুনামগঞ্জবাসীর জন্য এটিও ভালো খবর। আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের নিয়ে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাবো। নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, মেয়েরা মায়ের জাতি। তারাও পুরুষের সাথে সমানে কাজ করে পৃথিবীকে এগিয়ে নিয়ে যাবে, যাচ্ছে। একজন শিক্ষিত নারীই পারে তার পুরো পৃথিবীকে বদলে দিতে পারে। এটি সব সময় প্রমাণিত। সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের সুনাম রক্ষার জন্য কাজ করে যাচ্ছি। আপনারা গঠনমূলক সমালোচনা বা প্রতিবেদন করেন আমাদের আপত্তি নেই, তবে সঠিক তথ্য তুলে ধরার অনুরোধ করছি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. হেমায়েত মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ও গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হারুন অর রশিদ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক¤িপউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান আনোয়ার হোসেন ওয়াদুদ, রসায়ন বিভাগের চেয়ারম্যান রাশেদ মাহমুদ। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন অভিভাবক শফিকুল ইসলাম, নবীন শিক্ষার্থী মুহতাসিবা, আদিবা জামান নাফি, মনিকাঞ্চন মৃধা জিওন, আশরাফ হোসেন, আদৃতা তালুকদার, সোহানুর রহমান সোহান প্রমুখ। এ সময় বিশ্ববিদ্যালয়র বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
লক্ষ্য একটাই, ২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন : মির্জা ফখরুল

লক্ষ্য একটাই, ২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন : মির্জা ফখরুল