সংবিধানকে সমসাময়িক করার পরামর্শ দিয়েছেন ড. কামাল হোসেন : সংস্কার কমিটি
- আপলোড সময় : ০৩-১১-২০২৪ ১২:৪৫:১৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৩-১১-২০২৪ ১২:৪৫:১৩ পূর্বাহ্ন
সুনামকণ্ঠ ডেস্ক ::
সংবিধানকে সমসাময়িক করার পরামর্শ দিয়েছেন ১৯৭২ সালের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান ও গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন।
শনিবার সংবিধান সংস্কার কমিশনের সদস্যরা সাক্ষাৎ করতে গেলে তিনি এ পরামর্শ দেন। সংবিধান সংস্কার কমিশনের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবিধান সংস্কার কমিশনের কমিশন প্রধান অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বে কমিশনের সদস্য অধ্যাপক সুমাইয়া খায়ের, ব্যারিস্টার ইমরান সিদ্দিক, অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক, ড. শরীফ ভূঁইয়া, ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী, ফিরোজ আহমেদ, মুসতাইন বিল্লাহ শনিবার সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেনের মতিঝিলের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতের সময় সংবিধান সংস্কারের প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ড. কামাল হোসেন সংবিধান সংস্কার প্রক্রিয়ায় আস্থা প্রকাশ করেন। তিনি সংবিধানকে সমসাময়িক করার কথা উল্লেখ করেন।
মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশের সংবিধান তৈরিতে তৎকালীন আইনমন্ত্রী ড. কামাল হোসেনের নেতৃত্বে কমিটি করা হয়েছিল। তাদের প্রস্তাবিত সংবিধান ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে গৃহীত হয় এবং ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর থেকে কার্যকর হয়। সংবিধান দিবস পালন করা হয় ৪ নভেম্বর।
৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পরে সংবিধানের বিষয়টি নতুন করে আলোচনায় আসে। একটি পক্ষ সংবিধান সংশোধনের দাবি জানায়। আরেক পক্ষ সংবিধান পুনর্লিখনের দাবি জানায়। রাষ্ট্র সংস্কারে ছয়টি কমিশন গঠনের ঘোষণা দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে আইনজীবী শাহদীন মালিকের নাম ঘোষণা করা হয়। তবে পরে ১৮ সেপ্টেম্বর তাঁর জায়গায় ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের অধ্যাপক আলী রীয়াজকে দায়িত্ব দেওয়া হয়।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ