জাতীয় সমবায় দিবস পালিত
দেশের উন্নয়নে সকলের আন্তরিক প্রচেষ্টা থাকতে হবে : জেলা প্রশাসক
- আপলোড সময় : ০৩-১১-২০২৪ ১২:১৬:৫৪ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৩-১১-২০২৪ ১২:১৬:৫৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ - এই প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হয়েছে ৫৩তম জাতীয় সমবায় দিবস। এ উপলক্ষে শনিবার সকাল ১০টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জের জেলা প্রশাসন ও জেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এবার এই দেশটাকে উন্নয়ন করতে সকলের আন্তরিক প্রচেষ্টা থাকতে হবে।
তিনি বলেন, ২০০৪ সাল থেকে সমবায় দিবস পালনের আন্দোলন শুরু হয়েছে। নিজের উন্নয়নে সমবায়ীরা সচেতন হয়েছেন। মানুষ সমবায়ের মাধ্যমে জীবনমানের উন্নয়ন করছে।
তিনি আরও বলেন, এই সমবায় দিবস পালনে অনেক গুরুত্ব রয়েছে। মানুষ উদ্বুদ্ধ হবে সমবায়ী হতে। সমবায়ের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার আ. ফ. ম. আনোয়ার হোসেন খান, পিপিএম। তিনি বলেন, বৈষম্যহীনভাবে সমাজকে এগিয়ে নিতে সকলে চেষ্টা চালাতে হবে। তবেই দেশের উন্নয়ন এগিয়ে যাবে।
তিনি আরও বলেন, এই মওসুমে জেলায় দুইটি প্রধান সমস্যা বিরাজ করছে। একটি জলমহালে দখল নিয়ে মাছ শিকারে মারামারি। অপরটি বোরো ধান রোপনে জমি নিয়ে সমস্যা। এসব সমস্যার কারণে মারামারির ঘটনা ঘটতে থাকে। তাই এসব মারামারির ঘটনা প্রতিরোধে পুলিশের পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার অতীশ দর্শী চাকমা, সুনামগঞ্জ জজ কোর্টের জিপি অ্যাড. শামসুল হক, এন.এস.আই উপ-পরিচালক আরিফুর রহমান।
জেলা সমবায় কর্মকর্তা বশির আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সদর উপজেলা সমবায় অফিসার বিজিত রঞ্জন কর, চন্দ্র মল্লিকা বহুমুখি সমবায় সমিতি লি. সাধারণ স¤পাদক মিজানুল হক সরকার, গ্রীণবাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি.র সভাপতি আব্দুস সাত্তার মামুন, সুনামগঞ্জ হকার্স সমবায় সমিতির সভাপতি শাহীন আহমদ খোকন।
আলোচনা সভা শেষে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার আ. ফ. ম. আনোয়ার হোসেন খান এবং জেলা সমবায় কর্মকর্তা বশির আহমেদকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এছাড়াও ২০২২-২০২৩ সনে সুনামগঞ্জ জেলায় উপজেলা ভিত্তিক সর্বোচ্চ অডিট ফি এবং সিডিএফ আদায় ও পরিশোধ করায় সদর উপজেলা সমবায় অফিসার বিজিত রঞ্জন করকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সুনামগঞ্জ সদর উপজেলায় সমবায় কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সফল সমিতি হিসেবে প্রত্যাশা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের সভাপতি চন্দন প্রসাদ রায়কে, সুনামগঞ্জ সদর উপজেলায় সমবায় কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় সফল সমিতি হিসেবে গ্রীণবাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আব্দুস সাত্তার মামুনকে, ২০২৩ সনে উৎপাদনমুখী সমবায় সমিতি শ্রেণীতে সুনামগঞ্জ জেলায় শ্রেষ্ঠ সমবায় সমিতি মনোনীত হওয়ায় পুকুরডুবি মৎস্যজীবী সমবায় সমিতি লি.-এর সদস্য শহীদ মিয়াকে, ২০২৩ সনে কৃষিভিত্তিক শ্রেণীতে সুনামগঞ্জ জেলায় শ্রেষ্ঠ সমবায় সমিতি মনোনীত হওয়ায় জামালগঞ্জের কালাগাং রোয়ার হাওর পানি ব্যবস্থপনা সমবায় সমিতি লি.র সাধারণ স¤পাদক বিমল চন্দ্র দাসকে, ২০২৩ সনে সঞ্চয় ও ঋণদান শ্রেণীতে সুনামগঞ্জ জেলায় শ্রেষ্ঠ সমবায় সমিতি মনোনীত হওয়ায় বন্ধন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি.র সভাপতি পলাশ চন্দ্র দাসকে এবং ২০২৩ সনে মহিলা সমবায় শ্রেণীতে সুনামগঞ্জ জেলায় শ্রেষ্ঠ সমবায়ী মনোনীত হওয়ায় জগন্নাথপুরের বন্ধন ক্রিস্টালসামগ্রী উৎপাদনকারী মহিলা সমবায় সমিতি লি.র পাপিয়া সুলতানাকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠান উপস্থাপনা করেন সমবায় পরিদর্শক সুব্রত দাস।
ওইদিন সকালে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন করেন অতিথিবৃন্দ। পরে শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করা হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
অনুষ্ঠান শুরুতে কুরআন থেকে তেলাওয়াত করেন সদর উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাও. মুজিবুর রহমান এবং গীতা থেকে পাঠ করেন সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক জিতেন্দ্র সূত্রধর।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ