সুনামগঞ্জ , শুক্রবার, ০৪ জুলাই ২০২৫ , ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেড় কোটি টাকার বরাদ্দে নয়ছয় জনগণের স্বার্থবিরোধী বিষয়ে কোনো ছাড় নয় : তারেক রহমান পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু জনউদ্যোগের জনসচেতনতামূলক ক্যাম্পেইন জেলা খেলাফত মজলিসের তরবিয়তী মজলিস অনুষ্ঠিত শেখ হাসিনার ৬ মাসের কারাদন্ড সীমান্তে চার বাংলাদেশি নাগরিক ও দুই পাচারকারী আটক শান্তিগঞ্জে ৫ দিন ধরে ব্যবসায়ী নিখোঁজ, সন্ধান চেয়ে মানববন্ধন প্রকাশ্যে চেলা নদীর বালু লুট গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক কমিটি অনুমোদন ডাচ্-বাংলা ব্যাংকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ধোপাজানে থেমে নেই বালু-পাথর লুটপাট সৌর বিদ্যুৎ প্রকল্প কাজে আসেনি, শাল্লার পাঁচ গ্রাম অন্ধকারে ছাতকে বালুখেকোদের বিরুদ্ধে অভিযান : ৪টি অবৈধ ড্রেজার বিকল বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ, কনস্টেবল শ্রীঘরে টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন সাবেক ভাইস চেয়ারম্যান নুর হোসেন কারাগারে মরা চেলা নদীতে বালুখেকোদের তান্ডব, হুমকিতে রোপওয়ে আশ্রয়ণ প্রকল্প টাঙ্গুয়ার হাওর জলাভূমি বাস্তবায়ন প্রকল্পের সম্প্রদায়ভিত্তিক ব্যবস্থাপনা বিষয়ে কর্মশালা সুনামগঞ্জ-৪ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী অ্যাড. আব্দুল হকের প্রচারণা শুরু

​আওয়ামী লীগের শোক র‌্যালি ও সমাবেশ

  • আপলোড সময় : ০২-০৮-২০২৪ ০১:০০:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৪ ০১:০০:১৩ অপরাহ্ন
​আওয়ামী লীগের শোক র‌্যালি ও সমাবেশ
শোকের মাস আগস্ট শুরুর দিনে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে শোক র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার দুপুর শহরের রমিজ বিপণিস্থ কার্যালয় প্রাঙ্গণ থেকে শোক র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ট্রাফিক পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়। 

জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুটের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ আসনের এমপি ড. মোহাম্মদ সাদিক, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন। সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাড. বিমান কান্তি রায়।

সমাবেশে বক্তারা বলেন, বিএনপি জামায়াত শিবির দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়। তারা নতুন নতুন পরিকল্পনায় ষড়যন্ত্র চালাচ্ছে। আমরা সুনামগঞ্জবাসী তাদের মোকাবিলা করতে প্রস্তুত। আমাদের জেলা সুনামগঞ্জ শান্তিপ্রিয়। কখনও বিএনপি জামায়াত শিবিরের তাণ্ডব চালাতে দেয়া হবে না। বক্তারা বলেন, জ্বলেপুড়ে ছারখার হলেও বাঙালি মাথা নত করে না। তা প্রতিরোধ করবে এবং করছেও। আমাদের সব সময় সতর্ক থাকতে হবে।

শোক র‌্যালিতে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র নাদের বখত, সহ-সভাপতি অ্যাড. চাঁন মিয়া ও করুণাসিন্ধু চৌধুরী বাবুল, সাংগঠনিক সম্পাদক শংকর দাস, জিতেন্দ্র তালুকদার পিন্টু, অ্যাড. আজাদুল ইসলাম রতন, তথ্য ও গবেষণা সম্পাদক সবুজ কান্তি দাস,  ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সীতেশ তালুকদার মঞ্জু, শ্রম বিষয়ক সম্পাদক ফজলুল হক, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাড. মাহবুবুল হাসান শাহীন, শুভ বণিক, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কর, আওয়ামী লীগ নেতা অ্যাড. বুরহান উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোয়েব চৌধুরী, সহ-সভাপতি ঝন্টু তালুকদার, সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, জাহাঙ্গীরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মুকসেদ আলী, সুরমা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামীম আহমেদ ও সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা এরন মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আরিফ-উল-আলম, জেলা ছাত্রলীগ সভাপতি দীপংকর কান্তি দে, সাধারণ স¤পাদক আশিকুর রহমান রিপন প্রমুখ। 

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য