সুনামগঞ্জ , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণশিক্ষা উপদেষ্টার সাথে সুবিপ্রবি স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন আন্দোলন কমিটির সাক্ষাৎ বইমেলা আমাদের সংস্কৃতি আর জ্ঞানের প্রতীক- জেলা প্রশাসক ২০১৮ সালে নির্বাচনের দায়িত্বে থাকা ৩৩ ডিসিকে ওএসডি বিএনপির বর্ধিত সভা এবার সংসদ ভবন প্রাঙ্গণে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের পরিকল্পনা সভা আল-আকসা কিন্ডারগার্টেন উদ্বোধন সাবেক কাউন্সিলর আবুল হাসনাত কাওসার গ্রেফতার শিক্ষকের মারধরে ছাত্র আহত অ্যাড. নূরুল ইসলামের সমর্থনে প্রচার সভা ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প হাওরের ফসলরক্ষা বাঁধ এখনো অনেক কাজ বাকি এবারও হাওরের মাটি কাটা হচ্ছে কলমে! জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি অনুমোদন জগন্নাথপুরে ৩ দোকান থেকে নগদ অর্থসহ অর্ধকোটি টাকার মোবাইল চুরি মৎস্য ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবি জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভাতা বৃদ্ধির দাবিতে রাণীগঞ্জ মাদ্রাসায় মানববন্ধন অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাসপাতালে অত্যাধুনিক এক্স-রে মেশিন চালু : স্বল্প মূল্যে সেবা পাবেন রোগীরা ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে মাদ্রাসা সুপারের পদত্যাগ দাবিতে বিক্ষোভ পুলিশ সুপার আনোয়ার হোসেনকে প্রত্যাহার
জামালগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলামের গণসমাবেশ

প্রতিটি সেক্টরে আলেম-উলামাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে

  • আপলোড সময় : ০১-১১-২০২৪ ০৯:১৬:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৪ ০৯:১৬:০২ পূর্বাহ্ন
প্রতিটি সেক্টরে আলেম-উলামাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে
স্টাফ রিপোর্টার :: স্বৈরাচার শেখ হাসিনার সরকারের দীর্ঘ শাসনামলে দেশের সবগুলো অঙ্গনকে ধ্বংস করে দেওয়া হয়েছে। বিচার বিভাগ ও প্রশাসনের সকল স্তরে নির্লজ্জভাবে দলীয়করণ ও আত্মীয়করণ করা হয়েছে। গত ১৫ বছরে বিচারবহির্ভূত প্রতিটি হত্যার বিচার করতে হবে। এমতাবস্থায় সকল অঙ্গনে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে রাষ্ট্রকে তার কাক্সিক্ষত গন্তব্যে নিয়ে যেতে আলেম সমাজের অংশগ্রহণ বৃদ্ধি করতে হবে। বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রতিটি সেক্টরে আলেম-উলামাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। আগামী সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে ইনসাফভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে আপনাদের এলাকার সন্তান, দেশ বিদেশের পরিচিত মুখ, বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা তোফাজ্জল হক আজিজ আপনাদের আশা আকাক্সক্ষা পূরণে কাজ করে যাবেন। বৃহঃপতিবার দুপুরে (৩১ অক্টোবর) জামালগঞ্জ উপজেলা জমিয়তের আয়োজনে উপজেলার সাচনা বাজারের ঐতিহাসিক বটতলায় গণসমাবেশের অনুষ্ঠানে দলটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসব কথা বলেন। অনুষ্ঠানে জামালগঞ্জ উপজেলা জমিয়তে শাখা সভাপতি মাওলানা শায়খ আব্দুল কাদিরের সভাপতিত্বে ও সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাওলানা আলতাফুর রহমান ও মাওলানা মাছরুফ আহমদের যৌথ সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের উপদেষ্টা মাওলানা শায়খ এখলাছুর রহমান। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জমিয়তের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তের যুগ্মমহাসচিব ও সুনামগঞ্জ জেলা ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা তাফাজ্জুল হক আজিজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জমিয়ত সেক্রেটারি মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিক আহমদ উলাশনগরী, মাওলানা খুরশেদ আলম, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা তাফাজ্জুল হক, মাওলানা লুৎফুর রহমান, মাওলানা কাউসার আহমদ, মাওলানা ত্বাহা হোসাইন, খেলাফত মজলিস জামালগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আলী আকবর, ইসলামী আন্দোলন জামালগঞ্জ উপজেলা সভাপতি মুফতী তৌহিদুল ইসলাম প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গণশিক্ষা উপদেষ্টার সাথে সুবিপ্রবি স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন আন্দোলন কমিটির সাক্ষাৎ

গণশিক্ষা উপদেষ্টার সাথে সুবিপ্রবি স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন আন্দোলন কমিটির সাক্ষাৎ