কোটা আন্দোলনের কারণে স্থবির শিক্ষা কার্যক্রম। এরমধ্যে সব ধরনের পরীক্ষা পেছানো হয়েছে। এবার দ্বিতীয় দফায় বাড়ল ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে শিক্ষার্থী ভর্তির সময়সীমা। নতুন সময়সূচি অনুযায়ী, অনলাইনে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তির সময়সীমা ৫ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়।
বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ডসমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে অনলাইনের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তির সময়সীমা আগামী ৫ আগস্ট পর্যন্ত বাড়ানো হলো। ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখ পরে জানানো হবে।
এর আগেও ভর্তির সময় এক দফা বাড়ানো হয়। উল্লেখ্য, ভর্তি নীতিমালা অনুযায়ী, গত ১৫ জুলাই থেকে একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হয়। এ ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার কথা ছিল ২৫ জুলাই। তবে ১৮ জুলাই থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করায় একাদশ শ্রেণির ভর্তি কার্যক্রমও বন্ধ রাখা হয়।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
একাদশে ভর্তির সময় আবারও বাড়ল
- আপলোড সময় : ০২-০৮-২০২৪ ১২:৫৩:৫২ অপরাহ্ন
- আপডেট সময় : ০২-০৮-২০২৪ ১২:৫৩:৫২ অপরাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ