টাঙ্গুয়ার হাওর থেকে ৮ লাখ টাকার জাল ও নৌকা আটক
- আপলোড সময় : ৩১-১০-২০২৪ ১২:৩৯:৫৮ পূর্বাহ্ন
- আপডেট সময় : ৩১-১০-২০২৪ ১২:৩৯:৫৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
তাহিরপুরের টাঙ্গুয়ার হাওর থেকে ৬টি জাল ও একটি নৌকা আটক করেছেন আনসার সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩০ অক্টোবর) ভোর রাতে টাঙ্গুয়ার হাওরে এই অভিযান পরিচালনা করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, তাহিরপুর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোস্তফা ফরিদুল আলমের নেতৃত্বে ও উপজেলা প্রশিক্ষিকা সুমাইয়া সুলতানাসহ টাঙ্গুয়ার হাওরের গোলাবাড়ি, রামসিংহপুর, রূপনগর আনসার ক্যাম্পের সদস্যরা হাওরের বিভিন্ন অংশে অভিযান চালিয়ে ৬টি বেড় জাল ও একটি নৌকা আটক করেন। এসময় জেলেরা নৌকা রেখে পালিয়ে যায়।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোস্তফা ফরিদুল আলম জানান, অভিযান চালিয়ে তিন হাজার ফুট বেড় জাল ও একটি নৌকা জব্দ করা হয়েছে। যার মূল্য আনুমানিক ৮ লাখ টাকা। আটককৃত জাল ও নৌকা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেন জানান, জালগুলো দুপুরে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। টাঙ্গুয়ার হাওর রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে আরও কঠোর পদক্ষেপ নেয়া হবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ