সুনামগঞ্জ , শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫ , ১৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে তারুণ্যের উৎসব উদযাপন জাতীয় পার্টির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দেশের প্রত্যেকটা আন্দোলন-সংগ্রামকে সফল করেছে ছাত্রদল পাথারিয়া ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান বিশ্বম্ভরপুরে বিএনপি’র আনন্দ মিছিল মাইজবাড়িতে ‘ভাইয়াপি রোয়া উৎসব’ বছরের প্রথম দিনে মিলেনি নতুন বই খালি হাতে ফিরেছে বেশিরভাগ শিক্ষার্থী সুনামকণ্ঠ আরও এগিয়ে যাবে: মো. জিয়াউল হক আমাদের স্বপ্নযাত্রা: বিজন সেন রায় হাওরে মাছের অভয়াশ্রম ও বিল নার্সারির সুফল মিলছেনা ১৫ দিনেও শুরু হয়নি বাঁধের কাজ পাউবো’র দাবি ১২ ভাগ কাজ শেষ! পারিবারিক কলহের জের : তাহিরপুরে বেয়াইকে পিটিয়ে হত্যা আব্দুন নুর চেয়ারম্যান স্মৃতি প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ ধর্মপাশায় টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন শিক্ষক রাজিব চৌধুরী স্মরণে পিটিআই হোস্টেলের নামকরণ দেখার হাওরের প্রয়োজনীয় স্থানে নেয়া হয়নি বাঁধের প্রকল্প : উদ্বিগ্ন কৃষক দিরাই রাস্তার যাত্রী ছাউনি ব্যবসায়ী ও বখাটেদের দখলে তিন যুগ ধরে বন্ধ স্বাস্থ্যকেন্দ্র সেবাবঞ্চিত ৫০ গ্রামের মানুষ জগন্নাথ জিউর মন্দিরে চুরি বাঁধের কাজে কোনো অনিয়ম সহ্য করা হবে না : অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট

আওয়ামী লীগের নির্বাচনি ভবিষ্যৎ জনগণ নির্ধারণ করবে : আসিফ নজরুল

  • আপলোড সময় : ৩০-১০-২০২৪ ১২:৪২:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৪ ১২:৪২:২৪ পূর্বাহ্ন
আওয়ামী লীগের নির্বাচনি ভবিষ্যৎ জনগণ নির্ধারণ করবে : আসিফ নজরুল
সুনামকণ্ঠ ডেস্ক :: আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোট নির্বাচনে অংশ নিতে পারবে কি না, তা জনগণই নির্ধারণ করবে। তিনি বলেন, গণহত্যা চালানোর পরও যে দলের অনুশোচনা নেই, বিচারের আগে আওয়ামী লীগ ও ১৪ দলের জোট নির্বাচনে অংশ নিতে পারবে কি না, তা জনগণই বিবেচনা করবে। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের সঙ্গে মঙ্গলবার সকালে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। ওই সময় মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত দলগুলোর নির্বাচনের যোগ্যতা নির্ধারণে জনগণের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন উপদেষ্টা। আসিফ নজরুল বলেন, এটা আমার বলার জায়গা না। এখন আপনি যদি মনে করেন, যারা হাজার হাজার মানুষকে হত্যা করেছে, আরও চল্লিশ-পঞ্চাশ হাজার মানুষকে অঙ্গহানি ঘটিয়েছে, চোখ কেড়ে নিয়েছে, এখনও তারা সেই অপকর্মের পক্ষে কথা বলে। তিনি আরও বলেন, যদি ফাঁস হওয়া রেকর্ডটা সঠিক হয়, তাহলে এখনও তাদের নেত্রী ২৮৭ জনকে দেখে নেয়ার হুমকি দিয়েছে। অন্য দেশে বসে সন্ত্রাসী হুমকি দিচ্ছে, যিনি একটা গণহত্যার মামলার আসামি। বিচারের আগে, দায়মুক্তির আগে তারা রাজনৈতিক কর্মসূচি চালাবে আরও হাজার হাজার মানুষকে হত্যা করার জন্য? কাজেই সবকিছু একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আসবে। আসিফ নজরুল বলেন, একটা গণহত্যা চালানোর পর এখনও একটা দল বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমাদের এত বড় আন্দোলনের নেতাদের কিশোর গ্যাং বলার চেষ্টা করে, আরও মানুষকে হত্যা করার হুমকি দেয়, সেই দলের রাজনৈতিক অধিকার থাকা উচিত কি না, তা প্রতিটি মানুষই বিবেচনা করবেন। বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পর দেখা যাবে। মৃত্যুদ- নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সব দেশেই মৃত্যুদ- রহিত করার কথা বলে জাতিসংঘ। তাদের একটি অপশনাল প্রটোকল আছে। ওই প্রটোকলের মূল কথাই হচ্ছে মৃত্যুদ- রদ করার জন্য, কিন্তু পৃথিবীর খুব অল্প দেশেই মৃত্যুদ- রদ করেছে। এটা তাদের অঙ্গীকার থেকে বলবেই, কিন্তু আমাদের যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম, আমাদের যে জুডিশিয়াল কালচার আছে, সেগুলো তো আমাদের কাছে প্রাধান্য পাবে। মৃত্যুদ- রহিত করার যে অপশনাল প্রটোকল রয়েছে, আমাদের কোনো সরকারের পক্ষ থেকেই এই অপশনাল প্রটোকলের পক্ষরাষ্ট্র হওয়ার বিন্দুমাত্র উদ্যোগ নেয়া হয়নি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দেশের প্রত্যেকটা আন্দোলন-সংগ্রামকে সফল করেছে ছাত্রদল

দেশের প্রত্যেকটা আন্দোলন-সংগ্রামকে সফল করেছে ছাত্রদল