সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লক্ষ্য একটাই, ২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন : মির্জা ফখরুল মাদকসহ গ্রেফতারের পর জামিনে এসে প্রতিবাদকারীর বিরুদ্ধে মামলা! ৭২-এর সংবিধানকে টিকিয়ে রাখতে চাচ্ছে বিএনপি : নাহিদ ইসলাম ভারতীয় সহকারী হাইকমিশনারের শুল্ক স্টেশন পরিদর্শন পথে যেতে যেতে : পথচারী হাসন তোরণ থেকে আলফাত স্কয়ার শুরু হচ্ছে চার লেন সড়ক নির্মাণকাজ নতুন আঙ্গিকে ‘হোটেল নূরানী’র শুভ উদ্বোধন জনগণের সেবার দায়িত্ব আন্তরিকভাবে পালন করতে হবে : অতিরিক্ত বিভাগীয় কমিশনার সম্ভব-অসম্ভবে ভোটের প্রস্তুতি শাপলা প্রতীক কেউ পাবে না: বিবিসি বাংলাকে সিইসি সুনামগঞ্জে এনসিপি’র নেতৃত্বে সাজাউর রাজা সুমন এনসিপি’র কমিটিতে নাম আসা হারুনুর রশিদ বললেন- “তিনি বিএনপি’র রাজনীতিতে যুক্ত” পাসপোর্ট ইস্যু বেড়েছে চার গুণ শহর যানজটমুক্ত করতে ১৬ জুলাই থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ : জেলা প্রশাসক একটি মাত্র সেতুর অভাবে দুর্ভোগে কয়েক হাজার মানুষ পাঁচ গুণিজনকে সম্মাননা প্রদান ‘রাজসাক্ষী’ হিসেবে শর্তসাপেক্ষে চৌধুরী মামুনকে ক্ষমা করা যেতে পারে : ট্রাইব্যুনাল ষড়যন্ত্র এখনো শেষ হয়ে যায়নি, স্পষ্ট হচ্ছে অদৃশ্য শত্রু : তারেক রহমান চার উপজেলায় এসিল্যান্ড নেই, দুর্ভোগে সেবাপ্রত্যাশীরা শহরের খাল উদ্ধারে ফের শুরু হচ্ছে অভিযান

মেগা প্রকল্পের নামে মেগা লুটপাট করেছে আওয়ামী লীগ : কয়ছর এম আহমদ

  • আপলোড সময় : ২৮-১০-২০২৪ ০৯:২১:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-১০-২০২৪ ০৯:২১:০০ পূর্বাহ্ন
মেগা প্রকল্পের নামে মেগা লুটপাট করেছে আওয়ামী লীগ : কয়ছর এম আহমদ
হোসাইন আহমদ :: যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের সুযোগ্য স্ত্রী, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন জেল জুলুম অত্যাচার সহ্য করেও দেশ থেকে পালিয়ে যাননি। আওয়ামী লীগ সরকার দ্বারা সব থেকে বেশি নির্যাতিত ব্যক্তি হচ্ছেন বেগম খালেদা জিয়া ও দেশ নায়ক তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর দেশ নায়ক তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের দেশে বিদেশে হাজার হাজার নেতাকর্মী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আজ বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। কয়ছর এম আহমদ বলেন, খুব শীঘ্রেই আমাদের নেতা তারেক রহমান দেশে ফিরবেন। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের প্রত্যেক নাগরিক নিজ ভোট তার পছন্দের ব্যক্তিকে দিয়ে নির্বাচিত করতে পারবেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান করে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার অতি দ্রুত একটি নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। তিনি আরও বলেন, আমরা এদেশের বৈধ নাগরিক হওয়া সত্ত্বেও নিজের জন্মভূমিতে আসতে পারিনি। ফ্যাসিস্ট হাসিনার সরকার আমাদের পাসপোর্ট জব্দ করে রেখেছিল। দীর্ঘ একযুগ এদেশের মাটি ও মানুষের সাথে দেখা সাক্ষাত ও আত্মীয়-স্বজনদের কাছে আসতে দেইনি। আমাদেরকে জন্মভূমি থেকে দূরে রেখেছিল। রবিবার বিকাল ৪টায় শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে যুক্তরাজ্য বিএনপির সাধারণ স¤পাদক কয়ছর এম আহমদ-এর সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধনা গ্রহণকালে এসব কথা বলেন তিনি। শান্তিগঞ্জ উপজেলাবাসীকে উদ্দেশ্যে করে কয়ছর এম আহমদ বলেন, আপনারা শান্তিগঞ্জবাসী, আপনারা কি বিগত ফ্যাসিস্ট হাসিনার সময়ে শান্তিতে ছিলেন? পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমাদের আসনের সাবেক সাংসদ সাহেব গ্রেফতারের পর বলেছেন, তাকে কেন গ্রেফতার করা হলো। তিনি কিছুই জানেন না। হাস্যকর কথাবার্তা। এরচেয়ে হাস্যকর আর কি হতে পারে। আপনি জানেন না! আপনার পরিকল্পনায় মেগা প্রকল্পগুলো পাস হয়েছে। এই প্রকল্পগুলো থেকে মেগা লুটপাট করেছে আওয়ামী লীগ। এই লুটপাটে আপনিও জড়িত ছিলেন। ২০১৪, ২০১৮ ও ২০২৪ শে ভোট চুরির মাধ্যমে আপনি ক্ষমতায় এসেছেন। তারপরও কি বলবেন? আপনি নির্দোষ। আপনি সব কিছুই জানেন, সব কিছুই আপনার দ্বারা সম্ভব হয়েছে। তাই আপনিও ছাড় পাবেন না। শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ স¤পাদক আমিনুর রশিদের সভাপতিত্বে ও জেলা বিএনপির সহ-মানবাধিকার বিষয়ক স¤পাদক নুর আলীর যৌথ সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. নূরুল ইসলাম নূরুল। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি আনছার উদ্দিন, সহ-সভাপতি ফারুক আহমদ, সহ-সভাপতি অ্যাড. মল্লিক মঈনুদ্দিন সোহেল, যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা এম এ রউফ, জেলা কৃষকদলের আহ্বায়ক আনিসুল হক, জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর শওকত, জেলা বিএনপির যুগ্ম স¤পাদক অ্যাড. শাহিন মিয়া, সাংগঠনিক স¤পাদক কামরুজ্জামান কামরুল, যুক্তরাজ্য বিএনপি নেতা সুজাত হোসেন, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ স¤পাদক আবুল হোসেন, যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা রেজাউল করিম জায়গীরদার রাজা, লন্ডন মহানগর বিএনপির সহ-সভাপতি এম এ রব, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন, সিলেট মহানগর যুবদলের যুগ্ম স¤পাদক এমদাদুল হক স্বপন, যুক্তরাজ্য বিএনপির সহ-সাংগঠনিক স¤পাদক রাজু আহমেদ, জগন্নাথপুর পৌর বিএনপির সভাপতি আব্দুর মতিন, জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মুকিত, জেলা যুবদলের সাধারণ স¤পাদক কয়েছ আহমদ, মদনমোহন কলেজ ছাত্রদলের সদস্য সচিব আলাল হোসেন, জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব তারেক মিয়া, সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি শিহাব খাঁন সহ প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
লক্ষ্য একটাই, ২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন : মির্জা ফখরুল

লক্ষ্য একটাই, ২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন : মির্জা ফখরুল