‘বালুখেকো’ বাবুল গ্রেপ্তার
- আপলোড সময় : ২৮-১০-২০২৪ ০৮:৫০:২৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৮-১০-২০২৪ ০৮:৫০:২৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
ধোপাজান-চলতি নদীতে বালু লুটপাটে জড়িত বাবুল মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বিশ্বম্ভরপুর উপজেলার ভাদেরটেক গ্রামের আবুল খায়েরের ছেলে। তার বিরুদ্ধে অবৈধভাবে বালু লুটের অভিযোগে আরও দুটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। রবিবার সন্ধ্যায় শহরের ডিএস রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ওইদিন রাত ৯ টায় সদর থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান।
তিনি বলেন, ৫ আগস্টের পর পুলিশের অনুপস্থিতির সুযোগ নিয়ে ইজারাবিহীন ধোপাজান-চলতি নদীতে বালু লুটপাট শুরু করে একটি সংঘবদ্ধ চক্র। এই চক্রকে যে কয়জন নিয়ন্ত্রণ করে তাদের অন্যতম হোতা বাবুল মিয়া। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তিনি।
পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান জানান, বাবুলকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে বালুখেকো চক্রের সদস্যদের তথ্য সংগ্রহ করা হবে। কারা নদীতে ড্রেজার চালাচ্ছিল। কারা বালু লুট করছে এই সম্পর্কে আরও তথ্য জানা হবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ