ধোপাজান-চলতি নদীতে বালু-পাথর লুটপাট
৩ পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা
- আপলোড সময় : ২৭-১০-২০২৪ ০৯:১৮:৪৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৭-১০-২০২৪ ০৯:১৮:৪৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
ধোপাজান-চলতি নদীতে অবৈধভাবে বালু উত্তোলনে বাঁধা না দিয়ে শৈথিল্য প্রদর্শনের দায়ে তিন পুলিশের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শনিবার জেলা পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, সুনামগঞ্জ সদর থানার সাব ইন্সপেক্টর রাব্বির বিরুদ্ধে কর্তব্যে অবহেলা এবং ধোপাজান চলতি নদীতে শতকোটি টাকার বালু লুটপাটে শৈথিল্য দেখানোর দায়ে বিভাগীয় ব্যবস্থার গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। ওই চিঠি আজ (শনিবার) তাকে দেওয়া হয়েছে। একইভাবে ডিবির সাব ইন্সপেক্টর ওয়াসিম ও সুনামগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) ওয়ালি আশরাফকে জেলার সবচেয়ে দুর্গম থানা শাল্লায় বদলি করা হয়েছে।
পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান বলেন, কাজে জবাবদিহিতা-পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আরও কিছু পুলিশ সদস্য নজরদারিতে রয়েছেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ