গণিগঞ্জে ৩ দোকান পুড়ে ২০ লাখ টাকার ক্ষতি
- আপলোড সময় : ২৭-১০-২০২৪ ০৮:৫৯:০১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৭-১০-২০২৪ ০৮:৫৯:০১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
শান্তিগঞ্জ উপজেলার গণিগঞ্জ বাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে বাজারে শাহ আলম স্টোর থেকে আগুনের সূত্রপাত ঘটে। ধীরে ধীরে আগুনের ভয়াবহতা আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকা-ে তিনটি দোকান পুড়ে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও মূল কারণ এখনও জানাযায়নি বলে জানিয়েছেন শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আলমগীর হোসেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী শাহ আলম বলেন, আমি বাজারে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছি। আগুনে আমার বড় ধরণের ক্ষতি হয়ে গেল। এই ক্ষতি পুষিয়ে উঠা সম্ভব না।
শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আলমগীর হোসেন বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে সাথে সাথে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভাতে সক্ষম হই। তবে আগুনে দোকানগুলোর সব পুড়ে ছাই হয়েগেছে। কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছে তা তদন্ত করা হচ্ছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ