সুনামগঞ্জ , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খেলাফত মজলিসের জেলা কমিটি গঠন গণশিক্ষা উপদেষ্টার সাথে সুবিপ্রবি স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন আন্দোলন কমিটির সাক্ষাৎ বইমেলা আমাদের সংস্কৃতি আর জ্ঞানের প্রতীক- জেলা প্রশাসক ২০১৮ সালে নির্বাচনের দায়িত্বে থাকা ৩৩ ডিসিকে ওএসডি বিএনপির বর্ধিত সভা এবার সংসদ ভবন প্রাঙ্গণে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের পরিকল্পনা সভা আল-আকসা কিন্ডারগার্টেন উদ্বোধন সাবেক কাউন্সিলর আবুল হাসনাত কাওসার গ্রেফতার শিক্ষকের মারধরে ছাত্র আহত অ্যাড. নূরুল ইসলামের সমর্থনে প্রচার সভা ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প হাওরের ফসলরক্ষা বাঁধ এখনো অনেক কাজ বাকি এবারও হাওরের মাটি কাটা হচ্ছে কলমে! জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি অনুমোদন জগন্নাথপুরে ৩ দোকান থেকে নগদ অর্থসহ অর্ধকোটি টাকার মোবাইল চুরি মৎস্য ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবি জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভাতা বৃদ্ধির দাবিতে রাণীগঞ্জ মাদ্রাসায় মানববন্ধন অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাসপাতালে অত্যাধুনিক এক্স-রে মেশিন চালু : স্বল্প মূল্যে সেবা পাবেন রোগীরা ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে মাদ্রাসা সুপারের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

কয়ছরকে ঘিরে উজ্জীবিত জেলা বিএনপি

  • আপলোড সময় : ২৭-১০-২০২৪ ০৮:৫৬:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-১০-২০২৪ ০৮:৫৬:৫৯ পূর্বাহ্ন
কয়ছরকে ঘিরে উজ্জীবিত জেলা বিএনপি
শহীদনূর আহমেদ :: দীর্ঘ দেড় যুগ পর দেশে এসেছেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী সদস্য কয়ছর এম আহমদ। গত ২০ অক্টোবর ৮৫ জন সফরসঙ্গী নিয়ে মাতৃভূমি বাংলাদেশে আসেন প্রভাবশালী এই নেতা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত কয়ছর এম আহমদকে ঘিরে উজ্জীবিত সুনামগঞ্জ জেলা বিএনপি। সাংগঠনিক কোন্দল ও বিভেদ ভুলে এককাতারে মিলিত হয়েছেন বেশিরভাগ নেতাকর্মী। চাঙ্গাভাব বিরাজ করছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীর মধ্যে। হেভিওয়েট এই নেতার আগমন উপলক্ষে আয়োজিত সভা, সমাবেশ ও পথসভায় নেতাকর্মীদের সরব উপস্থিতি লক্ষ করা গেছে। গেল অক্টোবর নিজ নির্বাচনী এলাকা জগন্নাথপুরে ফিরেন কয়ছর এম আহমদ। এসময় তাঁকে সিলেট বিমানবন্দরে অভ্যর্থনা জানান জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা। প্রায় সহ¯্রাধিক গাড়িবহরে করে শোডাউন দিয়ে জগন্নাথপুর পৌর পয়েন্টে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি ও অঙ্গসংগঠন। এই সংবর্ধনা অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। জানা যায়, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হিসেবে দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ-৩ আসনে প্রচার-প্রচারণা করে আসছেন। উল্লেখযোগ্য নেতাকর্মীর সমর্থনও রয়েছে তার পক্ষে। দলীয় হাইকমান্ডের সাথে গভীর যোগাযোগ থাকায় আগামীতে এই আসনের বিএনপি মনোনীত প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে এই প্রবাসী নেতার। এদিকে তাঁর নির্বাচনী এলাকা শান্তিগঞ্জ ও জগন্নাথপুর বিএনপির বিবদমান গ্রুপিংয়ে ঐক্যের সুর দেখা যাচ্ছে। তাঁকে ঘিরে প্রচার-প্রচরণায় ব্যস্ত রয়েছেন বিভিন্ন বলয়ের নেতারা। শান্তিগঞ্জ উপজেলায় জেলা বিএনপি’র সহ-সভাপতি আনছর উদ্দিন ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদকে বিভেদ ভুলে একই মঞ্চে উঠতে দেখা গেছে। আজ ২৭ অক্টোবর ঐক্যবদ্ধ হয়ে শান্তিগঞ্জ উপজেলা সদরে কয়ছর এম আহমদ-এর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করছেন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন। যে অনুষ্ঠানের আনছার ও ফারুক বলয়ের নেতাকর্মীসহ জেলা পর্যায়ের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত থাকার কথা রয়েছে। অপরদিকে, আগামী ২৯ অক্টোবর জেলা শিল্পকলা একাডেমির হাসন রাজা মিলনায়তনে কয়ছর এম আহমদের সংবর্ধনা আয়োজন করেছে জেলা বিএনপি। অনুষ্ঠানকে সর্বাত্মক সফল করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি। জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. নূরুল ইসলাম নূরুল জানান, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদকে ঘিরে উজ্জীবত জেলা বিএনপির নেতাকর্মীরা। কয়ছর আহমদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে বিএনপি। আশা করছি অনুষ্ঠানে বৃহৎ জমায়েত হবে। জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট শেরেনূর আলী বলেন, কয়ছর এম আহমদ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের বিশ্বস্ত সহচর ও আস্থাভাজন নেতা। বিগত আন্দোলন-সংগ্রামে প্রবাসে থেকে শেখ হাসিনা ফ্যাসিবাদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। এমন একজন নেতার জন্য আমরা গর্বিত। আমরা আশা করছি আগামীতে তাঁর হাত ধরে রাজনীতিতে ভালো কিছু আসবে। কয়ছর এম আহমদের আগমনে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস বিরাজ করছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গণশিক্ষা উপদেষ্টার সাথে সুবিপ্রবি স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন আন্দোলন কমিটির সাক্ষাৎ

গণশিক্ষা উপদেষ্টার সাথে সুবিপ্রবি স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন আন্দোলন কমিটির সাক্ষাৎ