সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লক্ষ্য একটাই, ২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন : মির্জা ফখরুল মাদকসহ গ্রেফতারের পর জামিনে এসে প্রতিবাদকারীর বিরুদ্ধে মামলা! ৭২-এর সংবিধানকে টিকিয়ে রাখতে চাচ্ছে বিএনপি : নাহিদ ইসলাম ভারতীয় সহকারী হাইকমিশনারের শুল্ক স্টেশন পরিদর্শন পথে যেতে যেতে : পথচারী হাসন তোরণ থেকে আলফাত স্কয়ার শুরু হচ্ছে চার লেন সড়ক নির্মাণকাজ নতুন আঙ্গিকে ‘হোটেল নূরানী’র শুভ উদ্বোধন জনগণের সেবার দায়িত্ব আন্তরিকভাবে পালন করতে হবে : অতিরিক্ত বিভাগীয় কমিশনার সম্ভব-অসম্ভবে ভোটের প্রস্তুতি শাপলা প্রতীক কেউ পাবে না: বিবিসি বাংলাকে সিইসি সুনামগঞ্জে এনসিপি’র নেতৃত্বে সাজাউর রাজা সুমন এনসিপি’র কমিটিতে নাম আসা হারুনুর রশিদ বললেন- “তিনি বিএনপি’র রাজনীতিতে যুক্ত” পাসপোর্ট ইস্যু বেড়েছে চার গুণ শহর যানজটমুক্ত করতে ১৬ জুলাই থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ : জেলা প্রশাসক একটি মাত্র সেতুর অভাবে দুর্ভোগে কয়েক হাজার মানুষ পাঁচ গুণিজনকে সম্মাননা প্রদান ‘রাজসাক্ষী’ হিসেবে শর্তসাপেক্ষে চৌধুরী মামুনকে ক্ষমা করা যেতে পারে : ট্রাইব্যুনাল ষড়যন্ত্র এখনো শেষ হয়ে যায়নি, স্পষ্ট হচ্ছে অদৃশ্য শত্রু : তারেক রহমান চার উপজেলায় এসিল্যান্ড নেই, দুর্ভোগে সেবাপ্রত্যাশীরা শহরের খাল উদ্ধারে ফের শুরু হচ্ছে অভিযান

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে

  • আপলোড সময় : ২৫-১০-২০২৪ ১২:১১:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৪ ১২:১১:৩৩ অপরাহ্ন
রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে
সুনামকণ্ঠ ডেস্ক :: রাষ্ট্রপতির পদত্যাগ বা অপসারণের বিষয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত হতে পারে। এই তথ্য জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, যেহেতু দাবিটা ক্রমান্বয়ে জোরালো হচ্ছে, এটা এক ধরনের গণদাবি। তাই রাজনৈতিক দলগুলোকে তাদের অবস্থান ও সিদ্ধান্ত স্পষ্ট করতে হবে। বৃহ¯পতিবার (২৪ অক্টোবর) রাতে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে এক বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন তিনি। উপদেষ্টা পরিষদের বৈঠকের বিষয়ে অবহিত করতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। রাষ্ট্রপতির বিষয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়েছে জানিয়ে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, রাষ্ট্রপতি কী বলেছেন সেটা আমাদের নজরে আনা হয়েছে। তার পদত্যাগের যে দাবি উঠেছে সেটাও বিবেচনা হচ্ছে। একই সঙ্গে কিছু রাজনৈতিক দল যে রাষ্ট্রপতির পদত্যাগে সাংবিধানিক সংকট হতে পারে বলে অভিমত ব্যক্ত করেছে, সেটাও আলোচনা হয়েছে। আবার ওই দলের দুই-একজন জ্যেষ্ঠ নেতা বলেছেন সাংবিধানিক সংকট হবে না। রাষ্ট্রপতির পদত্যাগের দাবি জোরালো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের জোরালো দাবির বিপরীতে অবস্থান নিয়েছে রাজনৈতিক দলগুলো। যদিও তাদের (রাজনৈতিক দল) সিদ্ধান্ত স্পষ্টভাবে বলেননি। পদত্যাগ করা হলে সাংবিধানিক কোন ধারা মতে রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া হবে - এমন প্রশ্নে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, এটা রাজনৈতিক সিদ্ধান্ত। আমি ঘোড়ার আগে গাড়িকে নিয়ে গেলে সমস্যা। এ মুহূর্তে কথা হচ্ছে রাষ্ট্রপতির পদত্যাগের দাবি নিয়ে আমরা কীভাবে ডিল করবো। আমরা বলেছি এটি রাজনৈতিক বিষয়। যেহেতু দাবিটা জনগণ থেকে এসেছে, আমাদের সরকার গণঅভ্যুত্থানের ফসল হিসেবে এসেছে, কাজেই সংবিধানের প্রত্যেকটা বিষয় আক্ষরিক অর্থে মানা সম্ভব হবে কিনা। রাজনৈতিক ঐকমত্য হলে সেখানে ব্যারিয়ারগুলো আমাদের সহজ হয়ে যায় কিনা, তা নিয়ে কথা হয়েছে। এটা যেহেতু রাজনৈতিক আলোচনা, তাই এটির লিগ্যাল বা সাংবিধানিক ইস্যু হিসেবে দেখছি না। আমরা স্বাভাবিক পরিবেশে নেই, অস্বাভাবিক পরিবেশে আছি। এখন সবকিছু সংবিধান মেনে করতে হবে, সেটা সম্ভব হবে কিনা এটা ভাবতে হচ্ছে। এটিকে রাজনৈতিক বিষয় হিসেবে দেখছি। প্রচেষ্টা হচ্ছে রাজনৈতিক ঐকমত্যের, রাজনৈতিক দলগুলোর অবস্থান স্পষ্ট করে যারা গণদাবি করছেন তাদের জানাতে হবে, যুক্ত করেন রিজওয়ানা। সিদ্ধান্ত নিতে কতদিন লাগতে পারে - এমন প্রশ্নে তিনি বলেন, এটা রাজনৈতিক দলগুলোর ওপর নির্ভর করবে। তাদের সঙ্গে আমাদের কী ধরনের কথা হয়। রাজনৈতিক দলগুলোর আশঙ্কার জায়গা কোথায়, সেগুলো আদৌ বাস্তবসম্মত কিনা, এটা নিয়ে যে খুব তাড়াহুড়োর মধ্যে আছি তাও না, আবার বিলম্বিত করাও যাচ্ছে না। কারণ এটা এমন পদ, যেখানে দীর্ঘদিন যাবৎ অনিশ্চয়তার মধ্যে কেউ থাকতে চাইবে না। কারণ গণদাবির বিষয়ে বিলম্ব করার সুযোগ নেই। কতদিন- এটা বলা যায় না। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম, প্রেস সচিব শফিকুল আলম প্রমুখ। রাষ্ট্রপতির পদকে কেন্দ্র করে বলা হচ্ছে সাংবিধানিক শূন্যতা তৈরি হবে। অন্যান্য বিষয়ও আসছে। বর্তমান সংবিধান থাকবে কিনা এটা নিয়ে দুটি পক্ষ তৈরি হয়েছে। একদিকে ছাত্র-জনতার পক্ষ থেকে বলা হচ্ছে সংবিধান পরিবর্তন করে নতুন করে লিখত হবে, আর অন্যদিক থেকে কেউ কেউ বলছেন যে সংবিধান পুরোপুরি পরিবর্তন করা যাবে না। উপদেষ্টা পরিষদ এ বিষয়ে কী ভাবছে - এরকম এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বলেন, আমি আজও সংবিধান সংস্কার কমিশনের মিটিংয়ে ছিলাম। বিষয় হচ্ছে যে ব্যক্তিগতভাবে কে কী বলেছেন কমিশন গঠনের আগে সেটা গ্রাহ্য হবে না। বরং কমিশন স্বতন্ত্রভাবে সবগুলো স্টেকহোল্ডারের সঙ্গে কথা বলে এবং সব রাজনৈতিক দল-মত নির্বিশেষে সবার সঙ্গে কনসালটেশনের ভিত্তিতে সিদ্ধান্ত হবে। এটি ব্যক্তি মাহফুজ আলম অথবা আলী রীয়াজের মতের রিফ্লেকশন হবে না। বরং কমিশন অ্যাজ এ হোল, অ্যাজ এন ইনস্টিটিউশন, ওইটার মতামত রিফ্লেকশন হবে। এটা আপনারা দেখতে পারবেন যখন কমিশন নিয়মিত কার্যক্রম শেষ করে রিপোর্ট জমা দেবে, তখন আপনারা অবশ্যই দেখতে পাবেন।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
লক্ষ্য একটাই, ২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন : মির্জা ফখরুল

লক্ষ্য একটাই, ২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন : মির্জা ফখরুল