সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ , ৩১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লক্ষ্য একটাই, ২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন : মির্জা ফখরুল মাদকসহ গ্রেফতারের পর জামিনে এসে প্রতিবাদকারীর বিরুদ্ধে মামলা! ৭২-এর সংবিধানকে টিকিয়ে রাখতে চাচ্ছে বিএনপি : নাহিদ ইসলাম ভারতীয় সহকারী হাইকমিশনারের শুল্ক স্টেশন পরিদর্শন পথে যেতে যেতে : পথচারী হাসন তোরণ থেকে আলফাত স্কয়ার শুরু হচ্ছে চার লেন সড়ক নির্মাণকাজ নতুন আঙ্গিকে ‘হোটেল নূরানী’র শুভ উদ্বোধন জনগণের সেবার দায়িত্ব আন্তরিকভাবে পালন করতে হবে : অতিরিক্ত বিভাগীয় কমিশনার সম্ভব-অসম্ভবে ভোটের প্রস্তুতি শাপলা প্রতীক কেউ পাবে না: বিবিসি বাংলাকে সিইসি সুনামগঞ্জে এনসিপি’র নেতৃত্বে সাজাউর রাজা সুমন এনসিপি’র কমিটিতে নাম আসা হারুনুর রশিদ বললেন- “তিনি বিএনপি’র রাজনীতিতে যুক্ত” পাসপোর্ট ইস্যু বেড়েছে চার গুণ শহর যানজটমুক্ত করতে ১৬ জুলাই থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ : জেলা প্রশাসক একটি মাত্র সেতুর অভাবে দুর্ভোগে কয়েক হাজার মানুষ পাঁচ গুণিজনকে সম্মাননা প্রদান ‘রাজসাক্ষী’ হিসেবে শর্তসাপেক্ষে চৌধুরী মামুনকে ক্ষমা করা যেতে পারে : ট্রাইব্যুনাল ষড়যন্ত্র এখনো শেষ হয়ে যায়নি, স্পষ্ট হচ্ছে অদৃশ্য শত্রু : তারেক রহমান চার উপজেলায় এসিল্যান্ড নেই, দুর্ভোগে সেবাপ্রত্যাশীরা শহরের খাল উদ্ধারে ফের শুরু হচ্ছে অভিযান

শিশু বলাৎকারের অভিযোগে ইমাম গ্রেফতার

  • আপলোড সময় : ২৫-১০-২০২৪ ১১:৩৪:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৪ ১১:৩৪:৫৪ পূর্বাহ্ন
শিশু বলাৎকারের অভিযোগে ইমাম গ্রেফতার
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার একটি গ্রামে মোবাইলে গেইম খেলার প্রলোভন দেখিয়ে আট বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগে থানায় মামলা হয়েছে। বুধবার রাতে ওই শিশুটির বাবা বাদী হয়ে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বালিজুরী মুজরাইপাড়া জামে মসজিদের ইমাম নাঈম হাসান (২৫) কে আসামি করে ধর্মপাশা থানায় এই মামলাটি করেছেন। তার বাড়ি উপজেলার জয়শ্রী ইউনিয়নের বাদে হরিপুর গ্রামে। ধর্মপাশা থানা পুলিশ ও শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, ওই শিশুটি উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। বছর খানেক ধরে উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বালিজুরী মুজরাইপাড়া জামে মসজিদে নাঈম হাসান (২৫) ইমামতি করে আসছেন। প্রায় ছয়মাস ধরে প্রতিদিন সকালে ওই শিশুটি আরবি শিক্ষার জন্য জামে মসজিদে আসা-যাওয়া করছে। গত ২৫ সেপ্টেম্বর শিশুটি মাগরিবের নামাজ পড়ার জন্য বালিজুরী মুজরাইপাড়া জামে মসজিদে যায়। মুঠোফোনে গেইম খেলার প্রলোভন দেখিয়ে মসজিদের ইমাম নাঈম হাসান মসজিদ সংলগ্ন তার শয়ন কক্ষে নিয়ে যান। এক পর্যায়ে তিনি ওই শিশুটিকে বলাৎকার করেন। ঘটনাটি কারও কাছে বললে মুঠোফোনে গেইম খেলতে দেওয়া হবেনাসহ শিশুটিকে নানাভাবে ভয়ভীতি দেখানো হয়। এরপর থেকে শিশুটিকে বিভিন্ন সময় মুঠোফোনে গেইম খেলানোর কথা বলে ইমাম তার শয়ন কক্ষে নিয়ে যেতেন। মঙ্গলবার (২২ অক্টোবর) বিদ্যালয় ছুটি হওয়ার আগেই শিশুটি নিজ বাড়ি চলে যায়। ছুটি হওয়ার আগেই বাড়ি চলে যাওয়ার ওই শিশুর বাবা মায়ের বিষয়টি সন্দেহ হলে বুধবার (২৩ অক্টোবর) বেলা ১১টার দিকে শিশুটির বাবা স্কুলে গিয়ে তার ছেলে ছুটি হওয়ার আগেই বাড়িতে চলে যাওয়ার বিষয়টি প্রধান শিক্ষকের কাছে জানতে চান। প্রধান শিক্ষক তখন ওই শিশুটির বাবাকে জানান যে, মসজিদের ইমাম সাহেব এসে আপনার কথা বলে তাকে নিয়ে গিয়েছিল। শিশুটির কাছে তার বাবা-মা মসজিদের ইমাম নাইম হাসানের বিষয়ে জানতে চেয়ে নানা প্রশ্ন করেন। এক পর্যায়ে শিশুটি বলাৎকারের শিকার হয়েছে বলে জানায়। পরে লোকজন সঙ্গে নিয়ে শিশুটির বাবা বুধবার দুপুরে ওই ইমামের শয়ন কক্ষে গিয়ে তাকে জিজ্ঞাসা করলে তিনি শিশুটিকে বলাৎকার করার কথা স্বীকার করেন। পরে গ্রামবাসী ওই ইমামকে আটক করে ঘটনাটি থানা পুলিশকে জানান। পুলিশ বুধবার বিকেল চারটার দিকে ওই গ্রামে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসেন। ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, পুলিশের জিজ্ঞাসাবাদে আসামি নাঈম হাসান শিশুটিকে বলাৎকারের কথা স্বীকার করেছেন। আটক মসজিদের ইমাম নাঈম হাসানকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বৃহ¯পতিবার তাকে সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া বলাৎকারে শিকার শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
লক্ষ্য একটাই, ২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন : মির্জা ফখরুল

লক্ষ্য একটাই, ২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন : মির্জা ফখরুল