মধ্যনগরে ৩১ টন ভারতীয় কয়লা জব্দ, গ্রেপ্তার ২
- আপলোড সময় : ২৫-১০-২০২৪ ১১:৩৩:৫৪ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৫-১০-২০২৪ ১১:৩৩:৫৪ পূর্বাহ্ন
মধ্যনগর প্রতিনিধি ::
মধ্যনগরের উব্দাখালী নদীতে বুধবার (২৩ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে অভিযান চালিয়ে একটি ইঞ্জিনচালিত স্টীলবডি নৌকাভর্তি ৩১টন ভারতীয় কয়লাসহ নৌকাটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাহিরপুর উপজেলার বানিয়াগাঁও গ্রামের সালমান মিয়া (২২) ও একই উপজেলার গোলকপুর গ্রামের জামিরুল ইসলাম (২৬) নামের দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মধ্যনগর থানার ওসি মো. সজীব রহমান বলেন, শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাইপথে কয়লা আনার ঘটনায় বুধবার রাতেই বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা হয়েছে। জব্দ করা ৩১টন ভারতীয় কয়লা ও ইঞ্জিনচালিত স্টিলবডি নৌকাটি পুলিশ হেফাজতে রয়েছে। বৃহস্পতিবার সকালে মামলার দুইজন আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ