সুনামগঞ্জে জেলা এনজিও সমন্বয় সভা
- আপলোড সময় : ২৫-১০-২০২৪ ০৯:০০:৩৭ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৫-১০-২০২৪ ০৯:০০:৩৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
‘সবার জন্য স্বাস্থ্য সেবার মানোন্নয়নে চাই সমতা, জবাব দিহিতা এবং অংশ গ্রহণ’ এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে জেলা পর্যায়ে এনজিওদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে এফ্যারটস ফর রুরাল এডভান্সমেন্ট (ইরা)’র সভা কক্ষে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের উদ্যোগে ও বাংলাদেশ হেলথ ওয়াচ এবং ইরা’র সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি সাংবাদিক শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ ওয়াচের প্রোগ্রাম ম্যানেজার মোরশেদ আলম, কোঅর্ডিনেটর (রিচার্স) মাহরুবা খানম, সুনামগঞ্জ ভার্ডের ম্যানেজার মো. নূর হোসেন, ব্র্যাকের রিজিওনাল ম্যানেজার আশিকুজ্জামান চৌধুরী, সুনামগঞ্জ টিআইবি’র এলাকা সমন্বয়ক আরিফুর রহমান, সূর্য্যরে হাসি ক্লিনিক ম্যানেজার পান্না দে, ইসলামিক রিলিফের জেলা প্রতিনিধি মো. ছামছুল আলম, রিভার প্রজেক্টের ডিস্ট্রিক্ট ইনচার্জ মো. মিজানুর রহমান চৌধুরী।
ইরা’র প্রোগ্রাম অফিসার ফয়সল আহমদের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন এফআইভিডিবি’র ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর মো. জাকির হোসেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর প্রোগ্রাম অফিসার দীপক বৈরাগী প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ