দিনভর ভোগান্তিতে ছিলেন যাত্রীরা
- আপলোড সময় : ২৪-১০-২০২৪ ১২:৩৫:৫৮ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৪-১০-২০২৪ ১২:৩৫:৫৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ-সিলেট সড়কের লামাকাজী এলাকার এমএ খান সেতুর টোল আদায় বন্ধের দাবিতে দিনব্যাপী কর্মবিরতি পালনের পর সিলেট বিভাগীয় কমিশনারের আশ্বাসে কর্মসূচি স্থগিত করা হয়েছে। বুধবার বিকেলে শ্রমিক ও মালিক ঐক্য পরিষদের ডাকা কর্মবিরতি স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. জুয়েল মিয়া।
এর আগে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি কর্মসূচি পালন করেন পরিবহন মালিক ও শ্রমিকরা। সড়কে যান চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েন যাত্রী সাধারণ। শহরের মল্লিকপুর বাসস্ট্যান্ডে এসে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও যানবাহন না পাওয়ায় বিড়ম্বনায় পড়েন যাত্রীরা। কর্মবিরতির সমর্থনে দিনব্যাপী সিলেট-সুনামগঞ্জ সড়কের বিভিন্ন স্থানে পিকেটিং করেন পরিবহন শ্রমিকরা। তবে অ্যাম্বুলেন্স, পণ্যবাহী পরিবহন, ওষুধ বহনকারী যানবাহন চলাচলে বাধা প্রদান করেননি তারা।
এদিকে কর্মবিরতি চলাকালে সিলেট বিভাগীয় কমিশনারের সাথে বৈঠকে বসেন পরিবহন মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। এসময় সুনামগঞ্জ-সিলেট সড়কের লামাকাজী এমএ খান সেতুর টোল আদায় বন্ধের দাবি জানান নেতৃবৃন্দ। এসময় বিভাগীয় কমিশনার লামাকাজি সেতুতে টোল আদায় বন্ধকরণের আশ্বাস দিলে কর্মসূচি স্থগিত করেন পরিবহন সংশ্লিষ্টরা।
জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. জুয়েল মিয়া বলেন, বিভাগীয় কমিশনার আশ^াস দেয়ায় আমরা কর্মবিরতি স্থগিত করেছি। বিভাগীয় কমিশনার সেতুতে টোল আদায় বন্ধ করতে আমাদের কাছে একমাস সময় চেয়েছেন। আগামী সোমবার প্রধান উপদেষ্টাকে সিলেট বিভাগের সার্বিক সমস্যা তুলে ধরার কথা জানিয়েছেন কমিশনার মহোদয়। এছাড়াও সিলেট সড়ক ও জনপথ বিভাগ ইতোমধ্যে সেতুর টেন্ডার আহ্বান স্থগিত করেছে।
এদিকে দিনব্যাপী ভোগান্তির পর বিকেলে সড়কে যান চলাচল স্বাভাবিক হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা।
সুলেমান মিয়া নামের এক যাত্রী বলেন, আমি জামালগঞ্জ থেকে সকাল ৮টায় সুনামগঞ্জে এসে দেখি বাস চলাচল বন্ধ। সারাদিন অপেক্ষা করেছি। কিন্তু কোনো গাড়ি পাচ্ছিলাম না। কর্মসূচি স্থগিত হওয়ায় যানবাহন চলাচল শুরু করেছে। এখন গন্তব্যে যাচ্ছি।
সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, আজ রাতে ঢাকায় যাওয়ার কথা ছিল। কর্মবিরতির কারণে দুশ্চিন্তায় পড়েছিলাম। কর্মসূচি প্রত্যাহার করায় স্বস্তি পাচ্ছি।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ