সুনামগঞ্জ , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ , ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়েছে, ধাপে ধাপে এগোবে সরকার : উপদেষ্টা হাসান আরিফ সুনামগঞ্জ-৩ আসনে তালহা আলমকে প্রার্থী ঘোষণা শান্তিগঞ্জে বিএনপি’র কর্মীসভা ও প্রবাসীদের সংবর্ধনা দ্বিতীয় দিনেও মঞ্চ মাতালেন নাট্যকর্মীরা আমন ধানে হাসছে কৃষক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা তুমি যে চেয়ে আছ আকাশ ভরে দুই দিনের রিমান্ডে ব্যারিস্টার সুমন দিরাই আইন-শৃঙ্খলা কমিটির সভা ধর্মপাশা কৃষি ঋণ কমিটির সভা এসএসসি’র টেস্ট পরীক্ষায় ফেল করায় ছাত্রীর আত্মহত্যা জাউয়াবাজারে কৃষক দলের কমিটি গঠন ছাতকে গৃহবধূর আত্মহত্যা জনগণ যাতে সকল ক্ষমতার মালিক হতে পারেন তেমন দেশ গড়তে চাই : প্রধান উপদেষ্টা ধোপাজান-চলতি নদী : পথ বদলে চলছে বালু-পাথর লুট জাতির কাছে ক্ষমা চাইতে প্রস্তুত আ.লীগ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা : শুনানি শেষ, রায় যে কোনো দিন অবৈধ অভিবাসীদের বৈধতা দেবে স্পেন পথনাটক উৎসব উদ্বোধন জামালগঞ্জ উপজেলা জমিয়তের কাউন্সিল অনুষ্ঠিত

তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণ করা হবে : কয়ছর এম আহমদ

  • আপলোড সময় : ২৩-১০-২০২৪ ০৮:৪৩:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-১০-২০২৪ ০৮:৪৩:১৭ পূর্বাহ্ন
তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণ করা হবে : কয়ছর এম আহমদ
স্টাফ রিপোর্টার :: জুলুমের রাজত্ব কায়েম করে আওয়ামী লীগ সরকার দীর্ঘ ১৭ বছর প্রবাসী নেতাদের দেশে আসতে দেয়নি বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্য বিএনপি’র সাধারণ স¤পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমদ। মঙ্গলবার দুপুরে দীর্ঘ দেড় যুগ পর দেশে ফিরে নিজ নির্বাচনী এলাকা জগন্নাথপুরে এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। যুক্তরাজ্য বিএনপির এই প্রবাসী নেতা গণমাধ্যমকে বলেন, দীর্ঘদিন এই স্বাধীন দেশকে অরাজকতায় নিমজ্জিত রাখা হয়েছিল। গণতন্ত্রকে হত্যা করে, জুলুম, গুম, খুন, হত্যার রাষ্ট্রে পরিণত করেছিল জালিম আওয়ামী লীগ সরকার। এই দ্বিতীয় স্বাধীনতার মাধ্যমে নতুন বাংলাদেশে আমরা আসতে পেরেছি। নিজের স্বাধীন দেশে আসার অনুভূতি ভাষায় প্রকাশ করার মত নয়। দীর্ঘ ১৭ বছর প্রবাসী নেতারা দেশে আসতে পারেননি। তাদের স্বজনদের সাথে দেখা করতে পারেন নি। তাদের অনেকে স্বজন হারিয়েছেন। অনেকের স¤পদ, ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নিয়েছিল আওয়ামী লীগের গুন্ডা বাহিনী। অনেক প্রবাসীর পাসপোর্ট দেওয়া হয়নি। দেশনায়ক তারেক রহমান জালিম সরকারের পতনের জন্য দীর্ঘ ১৭ বছর ধরে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের নেতৃত্বে বিএনপিসহ সকল দলমতের মানুষের অংশগ্রহণে জালিম জালিম সরকারের পতনের আন্দোলন সফল হয়েছে। তিনি আরো বলেন, তারেক রহমান দেশে আসার জন্য পুরোপুরিভাবে প্রস্তুত। খুব শীঘ্রই তিনি দেশে ফিরবেন। তাঁর নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণ করা হবে। পরে জগন্নাথপুর পৌর পয়েন্টে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন কয়ছর এম আহমদ। মঙ্গলবার বিকেলে স্থানীয় পৌর পয়েন্টে অনুষ্ঠিত গণসংবর্ধনায় জগন্নাথপুর উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে খন্ডখন্ড মিছিল সহকারে দলীয় নেতাকার্মীরা অংশগ্রহণ করেন। এছাড়া সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থান থেকে দলীয় নেতাকর্মীরাও এসে যোগ দেন। জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এমএ মুকিতের সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি এম ইলিয়াছ আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ইমরান আহমদ চৌধুরী, মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সিলেট জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, যুক্তরাজ্য বিএনপির সহ-সভাপতি তাজুল ইসলাম, যুক্তরাজ্য বিএনপি নেতা সুজাতুর রেজা, যুক্তরাজ্য বিএনপির দপ্তর সম্পাদক মুজিবুর রহমান, যুক্তরাজ্য বিএনপির সহ-সম্পাদক ফেরদৌস আলম, যুক্তরাজ্য বিএনপির অর্থ সম্পাদক ছালেহ আহমদ, যুক্তরাজ্য বিএনপি নেতা রাজু আহমদ, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন, সুনামগঞ্জ জেলা আইনজীবী ফোরামের সভাপতি মাসুক আলম, সাধারণ সম্পাদক এডভোকেট শেরেনূর আলী, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম-সম্পাদক মিছবাহুজ্জামান সুহেল। এতে স্বাগত বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল। আরও বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মেছাব্বির আহমদ, আবদুস সোবহান, পৌর বিএনপি সভাপতি এমএ মতিন, উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম, পৌর যুবদলের লিটন আহমদ, ছাত্রদল নেতা ইমন আহমদ, কলেজ ছাত্রদল নেতা রাজু আহমদ প্রমুখ। সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি ইলিয়াছ পতœী তাহসিনা রুশদীর লুনা অন্তর্বর্তী সরকারে প্রতি আহবান জানিয়ে বলেন, শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে। সংবর্ধিত অতিথির বক্তব্যে কয়ছর এম আহমেদ বলেন, খুনি শেখ হাসিনা আমি ও আমাদের মতো অনেক নেতাকর্মীদের জীবন নষ্ট করে দিয়েছে। আমরা দেশে আসতে পারিনি। কত প্রিয়জন মারা গেছেন দেখতে পারিনি। এখন যেহেতেু আরেকটা স্বাধীনতা পেয়েছি, তা ধরে রাখতে হবে। আমি নিজেকে কখনো নেতা মনে করি না। দলের একজন কর্মী হয়ে কাজ করছি। আমি জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলাবাসীর সেবা করতে চাই।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স