সুনামগঞ্জ , রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বইমেলা আমাদের সংস্কৃতি আর জ্ঞানের প্রতীক : জেলা প্রশাসক সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের একুশ উদযাপন পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত খেলাফত মজলিসের জেলা কমিটি গঠন গণশিক্ষা উপদেষ্টার সাথে সুবিপ্রবি স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন আন্দোলন কমিটির সাক্ষাৎ বইমেলা আমাদের সংস্কৃতি আর জ্ঞানের প্রতীক- জেলা প্রশাসক ২০১৮ সালে নির্বাচনের দায়িত্বে থাকা ৩৩ ডিসিকে ওএসডি বিএনপির বর্ধিত সভা এবার সংসদ ভবন প্রাঙ্গণে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের পরিকল্পনা সভা আল-আকসা কিন্ডারগার্টেন উদ্বোধন সাবেক কাউন্সিলর আবুল হাসনাত কাওসার গ্রেফতার শিক্ষকের মারধরে ছাত্র আহত অ্যাড. নূরুল ইসলামের সমর্থনে প্রচার সভা ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প হাওরের ফসলরক্ষা বাঁধ এখনো অনেক কাজ বাকি এবারও হাওরের মাটি কাটা হচ্ছে কলমে! জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি অনুমোদন জগন্নাথপুরে ৩ দোকান থেকে নগদ অর্থসহ অর্ধকোটি টাকার মোবাইল চুরি মৎস্য ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবি জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ডিসেম্বর পর্যন্ত থাকতে পারে ডেঙ্গুর প্রকোপ

  • আপলোড সময় : ২২-১০-২০২৪ ০৯:৪১:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৪ ০৯:৪১:৩৪ পূর্বাহ্ন
ডিসেম্বর পর্যন্ত থাকতে পারে ডেঙ্গুর প্রকোপ
সুনামকণ্ঠ ডেস্ক :: দেশে চলতি অক্টোবরের বাকি দিনগুলোতে ডেঙ্গু প্রকোপ আরও বাড়ার আশঙ্কা রয়েছে। এ বছর অন্যান্য বছরের তুলনায় ডেঙ্গু ছড়ানোর ব্যতিক্রমী ধরন লক্ষ করা যাচ্ছে। সে কারণে চলতি বছর ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু থাকতে পারে এবং সেই প্রকোপ আগামী বছরের জানুয়ারিতেও একটা ধাক্কা দিতে পারে। এমনকি ব্যতিক্রম হিসেবে এ বছর নভেম্বর-ডিসেম্বরে ডেঙ্গুর মাত্রা অন্য বছরের এ দুই মাসের তুলনায় বেশি হতে পারে। অবশ্য চলতি বছর রোগী বাড়লেও ডেঙ্গুতে জটিলতা কম। কারণ গত বছরের মতো এবারও মোট ডেঙ্গু রোগীর ৭০ শতাংশই ডেঙ্গু ডেন-২ ধরন দ্বারা আক্রান্ত। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের রোগতত্ত্ববিদ ও ভাইরোলজিস্ট এবং জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের একজন কীটতত্ত্ববিদের সঙ্গে কথা বলে দেশে ডেঙ্গুর পরিস্থিতির এমন চিত্র পাওয়া গেছে। ডেঙ্গুর এমন ঊর্ধ্বমুখী প্রাদুর্ভাবের পেছনে জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত অপরিচ্ছন্নতার কথা বলছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, ঢাকায় এডিস মশার লার্ভার ঘনত্ব বা ব্রুটো ইনডেক্স ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। অথচ এডিস মশা নিধনে কোনো কার্যক্রম নেই। এ ব্যাপারে আইইডিসিআরের উপদেষ্টা ও সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মুশতাক হোসেন বলেন, বৃষ্টি হচ্ছে, গরমও পড়ছে। এ অবস্থা এডিস মশার ডিম ফোটার জন্য খুবই উপযোগী। যেদিন বৃষ্টি একেবারেই বন্ধ হবে, সেদিন থেকে দেড়-দুই মাস পর্যন্ত ডেঙ্গু প্রকোপ থাকবে। কারণ এ সময় এডিস মশা যে ডিম পাড়বে প্রথমে সেগুলো ফুটবে, লার্ভা হবে, পরে পূর্ণবয়স্ক হবে। ভাইরাসবাহী এডিস মশা কামড়ানোর পাঁচ-সাত দিনের মধ্যে সুস্থ মানুষের মধ্যে ডেঙ্গু দেখা দেবে। এই পুরো প্রক্রিয়ায় দেড় থেকে দুই মাস লাগবে। বৃষ্টি না হলে ও তাপমাত্রা ঠা-া হলে ডেঙ্গু ধীরে ধীরে কমতে থাকবে। তবে বছর জুড়ে অল্পবিস্তর থাকবে বলে জানান এ বিশেষজ্ঞ। এ ব্যাপারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও কীটতত্ত্ববিদ ড. কবিরুল বাশার বলেন, চলতি বছর নভেম্বর-ডিসেম্বরেও ডেঙ্গুর প্রকোপ থাকবে। তবে অন্য বছরের এ দুই মাসের তুলনায় এবার ডেঙ্গুর মাত্রা বেশি হতে পারে। এ কীটতত্ত্ববিদ বলেন, কোনো এলাকায় এডিস মশার লার্ভার উপস্থিতি হিসাব করা হয় ব্রুটো ইনডেক্সের মাধ্যমে। এই ইনডেক্স ২০-এর বেশি হলেই তাকে ঝুঁকিপূর্ণ বলা হয়। ঢাকার বেশিরভাগ জায়গায় ব্রুটো ইনডেক্স ২০-এর ওপর। এডিস মশার এ ঘনত্ব ডেঙ্গু ছড়ানোর জন্য উপযুক্ত মাত্রা। এটাতেই প্রমাণ করে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ। আরেকটা উদ্বেগের বিষয় হচ্ছে, দুই-তিন সপ্তাহ ধরে এডিসের লার্ভার একই রকম ঘনত্ব মিলছে। তাতে বোঝা যায় এখন যে পরিমাণ ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে, সেই পরিস্থিতিটা অক্টোবর জুড়েই থাকবে। আইইডিসিআরের ভাইরোলজিস্ট ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. আহমেদ নওশের আলম বলেন, এবার ঢাকায় মোট ডেঙ্গু রোগীর ৭০ শতাংশ ডেন-২ ধরনে আক্রান্ত। বাকি ধরনও আছে। ডেন-২ বেশি হওয়ায় ভীতিকর কিছু না। গত বছরও ডেন-২ বেশি ছিল। পরপর একই ধরনের ডেঙ্গু দেখা দিলে জটিলতা কম হবে। কিন্তু অন্য ধরনে জটিলতা বাড়ার আশঙ্কা আছে। ডেঙ্গুর চারটি ধরনের কথা উল্লেখ করে এ বিশেষজ্ঞ বলেন, একটিতে আক্রান্ত হলে পরবর্তীকালে ওই ধরনে আক্রান্ত হওয়ার শঙ্কা তেমন থাকে না। সাধারণত একটি ধরনের প্রাধান্য থাকে তিন-চার বছর। এ সময় বড় একটি সংখ্যক মানুষ এ ধরনে আক্রান্ত হওয়ার পর তাদের মধ্যে ওই ধরনের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বাড়ে। গত বছরও ডেন-২-এর প্রাধান্য দেখা গেছে। এবারও ডেন-২ বেশি। কাজেই এ ধরনে খুব বেশি জটিলতা হবে না।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত