২৩ অক্টোবর থেকে পরিবহন শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি
- আপলোড সময় : ২২-১০-২০২৪ ০৯:৩৫:৪৫ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২২-১০-২০২৪ ০৯:৩৫:৪৫ পূর্বাহ্ন
ছবি: সংগৃহীত
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ-সিলেট সড়কের লামাকাজি এলাকার এমএ খান সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে ২৩ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিয়েছে সুনামগঞ্জ গণপরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। সোমবার দুপুরে সুনামগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনালে আয়োজিত সভায় এই কর্মসূচির ঘোষণা করা হয়।
পরিবহন সংগঠনের নেতারা জানান, সিলেট লামাকাজি এমএ খান সেতুতে গত ৪০ বছর ধরে টোল আদায় করা হচ্ছে। সেতুর নির্মাণ ব্যয় ছিল মাত্র সাড়ে ৭ কোটি টাকা। দীর্ঘ ৪০ বছরে হাজার কোটি টাকা আদায় হলেও টোল থেকে রেহাই পাচ্ছেননা পরিবহন শ্রমিকরা। প্রতি বছর দ্বিগুণ হারে সেতু থেকে টোল আদায়ের অভিযোগ পরিবহন সংশ্লিষ্টদের। অবিলম্বে সেতুর টোল আদায় বন্ধ করা না হলে সিলেট বিভাগজুড়ে পরিবহন ধর্মঘটের ডাক দেয়ার হুঁশিয়ারি করেন শ্রমিক নেতৃবৃন্দ।
সভায় বক্তব্য রাখেন জেলা শ্রমিক ইউনিয়ন সভাপতি সেজাউল কবির, সাধারণ স¤পাদক নুরুল হক, শ্রমিক নেতা রণজিত দত্ত, অশোক বিজয় দেব, মছন মিয়া, সুন্দর আলী, সাজিদুর রহমান, আব্দুস সামাদ, মুকুল মিয়া প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ