সুনামগঞ্জ , রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ , ১৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাউবো-ঠিকাদার যোগসাজশে নামমাত্র কাজ, অনিয়ম-দুর্নীতির অভিযোগ ধীরে ধীরে আন্দোলনের তীব্রতা বৃদ্ধির ইচ্ছা, শীর্ষে শেখ হাসিনার বিকল্প ভাবছে না দল দিরাইয়ে সুলফির আঘাতে যুবক নিহত ঝুলে আছে খাসিয়ামারা সেতু নির্মাণ গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নাসরিন সুলতানা মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ নিয়ন্ত্রণরেখা উত্তপ্ত, ভারত-পাকিস্তান সীমান্তে ফের গোলাগুলি সিলেট বিভাগে ৪৯ শতাংশ ধান কাটা শেষ রাতের আঁধারে কৃষকের ধানের স্তূপে দুর্বৃত্তদের আগুন দোয়ারাবাজার-কপলা সড়ক সংষ্কার কাজে অনিয়মের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন জামালগঞ্জে ৪০ কেজি গাঁজাসহ ১ নারী আটক হারভেস্টার ও শ্রমিক সংকটে বিপাকে কৃষক বোরো’র ঘ্রাণে মুখর হাওর মেঘালয়ে পরিবেশ বিনাশের দায় মেটাচ্ছে তাহিরপুর উপাচার্যকে নিয়ে অভিযোগের প্রতিবাদে সুবিপ্রবি’র শিক্ষার্থীদের নিন্দা জগন্নাথপুরে দুশ্চিন্তায় কৃষক, মেশিন ও শ্রমিক সংকটে ধানকাটা ব্যাহত সিলেটে ‘লাকড়ি তোড়া’ উৎসবে ভক্তদের ঢল কমিউনিটি ক্লিনিকে পরিবর্তন আসছে ধান-চাল ক্রয়ে কোনও সিন্ডিকেট থাকবে না : খাদ্য উপদেষ্টা মধ্যনগরে পলাতক আসামি গ্রেফতার

অনেক রাজনৈতিক দলের এজেন্ডায় রাষ্ট্র সংস্কার চিন্তা নেই : ইফতেখারুজ্জামান

  • আপলোড সময় : ২০-১০-২০২৪ ০৩:২২:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-১০-২০২৪ ০৩:২২:৫৪ পূর্বাহ্ন
অনেক রাজনৈতিক দলের এজেন্ডায় রাষ্ট্র সংস্কার চিন্তা নেই : ইফতেখারুজ্জামান
সুনামকণ্ঠ ডেস্ক :: আওয়ামী লীগ সরকারের পতনে খুশি হলেও সংস্কারের ধোঁয়া তোলা অনেক রাজনৈতিক দলগুলোর এজেন্ডায় রাষ্ট্র সংস্কারের কোনো চিন্তা নেই বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ও দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কার কমিটির প্রধান ড. ইফতেখারুজ্জামান। শনিবার ‘নাগরিক সমাজ: অতীত, বর্তমান ও ভবিষ্যৎ’ -শীর্ষক জাতীয় পরামর্শ সভায় তিনি এ মন্তব্য করেন। রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা, নাগরিক সংগঠন ও প্ল্যাটফর্ম, নারী আন্দোলন, মানবাধিকার সংগঠন, সামাজিক উদ্যোক্তা এবং গবেষকদের ঐক্যজোট সিএসও অ্যালায়েন্স এ পরামর্শ সভার আয়োজন করে। ড. ইফতেখারুজ্জামান বলেন, নতুন বাংলাদেশ গঠন নিয়ে যে সম্ভাবনার সৃষ্টি হয়েছে, তাতে আমরা আশাবাদী। তবে এ আন্দোলনের পর নিজেদের যারা জয়ী ভাবছেন, তাঁদের অনেকের এজেন্ডার মধ্যে রাষ্ট্র সংস্কারের চিন্তা-চেতনাটাও নেই। বরং বিভিন্নভাবে বৈষম্য জিইয়ে রাখা বা প্রতিষ্ঠিত করার এজেন্ডা রয়েছে তাদের মধ্যে। সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা নিয়ে কাজ করা এনজিওগুলোকে বিগত সরকার চাপে রেখেছে অভিযোগ করে ইফতেখারুজ্জামান বলেন, মানবাধিকার লঙ্ঘন ও অনিয়ম-দুর্নীতি রুখতে কাজ করা বেসরকারি সংস্থাগুলো পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করে। অথচ বিগত ১৫ বছর এনজিও এবং সিএসও খাতের ওপর প্রচ- ধরনের চাপ ছিল। ইফতেখারুজ্জামান বলেন, যখন যে সরকার ক্ষমতায় এসেছে, তারাই আমাদের চরম শত্রু ভেবেছে। রাষ্ট্রীয়ভাবে অসহযোগিতা করেছে। আবার হয়রানির জন্য মিথ্যা মামলাও করেছে। যখন আবার সেই দল ক্ষমতার বাইরে থেকেছে; বিরোধী দলে গেছে, তখন আমাদের কর্মকা-গুলোকে সাধুবাদ জানিয়েছে। ইফতেখারুজ্জামান বলেন, অনিয়ম-দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন, সুশাসনের ঘাটতির চিত্র তুলে ধরে এনজিও এবং সিএসও খাতের সংস্থাগুলো সরকারকে সঠিক কাজটি করতে সহায়তা করে থাকে। কিন্তু বিগত সরকারগুলো সেটা অনুধাবন করতে পারেনি। ফলে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে হয়রানির শিকার হতে হয়েছে। টিআইবির প্রধান বলেন, বিদেশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে চাপে রাখার জন্য বিগত সরকার আইনে পরিবর্তন এনেছিল। ফরেন ডোনেশান রেগুলেশন অধ্যাদেশের ১৪ নম্বর উপধারায় পরিষ্কার বলা হয়েছে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি দেশের সংবিধান এবং সাংবিধানিক প্রতিষ্ঠান স¤পর্কে বিদ্বেষমূলক ও অশালীন কোনো মন্তব্য করেন, তাহলে অপরাধ বলে বিবেচিত হবে। সংস্থাগুলোকে এর মাধ্যমে সুশাসন ও মানবাধিকার কথা বলার ক্ষেত্রে বাধার দেওয়া হয়েছে। এ সময় তিনি বিগত সরকারে প্রতি রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনীকে ব্যবহার করার অভিযোগ তুলে ধরেন। নাগরিক অধিকার হরণের জন্যও ঠিক একইভাবে গোয়েন্দা সংস্থাগুলোকে ব্যবহার করা হয়েছে বলে জানান তিনি। ক্ষমতায় গেলেই রাজনৈতিক দলের আচরণে পরিবর্তন আসে বলেও উল্লেখ করে দুদক সংস্কার কমিশনের এই প্রধান। তিনি আরও বলেন, কোনো দল ক্ষমতায় থাকলে এক রকম, বাইরে থাকলে আরেক রকম যে ব্যবহার আমাদের সঙ্গে করা হয়েছে, সেগুলো মাথায় রেখে আমরা কাজ করেছি। তবে ছাত্র-জনতা যেভাবে সংগ্রাম করে একটি প্রেক্ষাপট আমাদের সামনে এনেছে, সেই জায়গা থেকে এখন আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। সংকীর্ণতা, হয়রানি থেকে মুক্তির পথ খুঁজছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ