ডেঙ্গুতে ১৫ দিনে ৬০ মৃত্যু
- আপলোড সময় : ১৬-১০-২০২৪ ০৮:৪৮:২২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৬-১০-২০২৪ ০৮:৪৮:২২ পূর্বাহ্ন
সুনামকণ্ঠ ডেস্ক ::
গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ হাজার ১০৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ের মধ্যে মারা গেছেন ৮ জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ২২৩ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৪ হাজার ৭৬৪ জন। অক্টোবরের ১৫ দিনে ডেঙ্গুতে মারা গেলেন ৬০ জন, যেখানে পুরো সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ছিল ৮০। মঙ্গলবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।
স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৬৮০ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। যার মধ্যে ঢাকায় ১ হাজার ৭৬৩ জন, বাকি ১ হাজার ৯১৭ জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ