হাওরে ডুবে ৫ সন্তানের জনকের মৃত্যু
- আপলোড সময় : ১৫-১০-২০২৪ ০১:৫১:৫৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৫-১০-২০২৪ ০১:৫১:৫৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
দোয়ারাবাজারে হাওরে ডুবে পাঁচ সন্তানের জনকের মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার (১৪ অক্টোবর) সকাল ৮টায় উপজেলার সুরমা ইউনিয়নের শরীফপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। দুপুর ২টার দিকে মরদেহ উদ্ধার করতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহত মো. এখলাছ মিয়া (৪২) উপজেলার সুরমা ইউনিয়নের শরীফপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানাযায়, সোমবার সকালে বাড়ির পাশে হাওরে মাছ ধরতে যান এখলাছ মিয়া। এসময় অজ্ঞান হয়ে পানিতে পড়ে যান তিনি। পরে সঙ্গে থাকা তার চার বছরের এক শিশু পরিবারের লোকজনদের দেখিয়ে দেয় যে তার বাবা পানিতে পড়ে গেছে। এরপর স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজির করে মরদেহ না পেয়ে দোয়ারাবাজার ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরির দল ঘটনাস্থলে পৌছে দুপুর ২টার দিকে তার মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরির দলের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে। ময়না তদন্তের জন্য মরদেহটি সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ