সুনামগঞ্জ , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণশিক্ষা উপদেষ্টার সাথে সুবিপ্রবি স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন আন্দোলন কমিটির সাক্ষাৎ বইমেলা আমাদের সংস্কৃতি আর জ্ঞানের প্রতীক- জেলা প্রশাসক ২০১৮ সালে নির্বাচনের দায়িত্বে থাকা ৩৩ ডিসিকে ওএসডি বিএনপির বর্ধিত সভা এবার সংসদ ভবন প্রাঙ্গণে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের পরিকল্পনা সভা আল-আকসা কিন্ডারগার্টেন উদ্বোধন সাবেক কাউন্সিলর আবুল হাসনাত কাওসার গ্রেফতার শিক্ষকের মারধরে ছাত্র আহত অ্যাড. নূরুল ইসলামের সমর্থনে প্রচার সভা ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প হাওরের ফসলরক্ষা বাঁধ এখনো অনেক কাজ বাকি এবারও হাওরের মাটি কাটা হচ্ছে কলমে! জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি অনুমোদন জগন্নাথপুরে ৩ দোকান থেকে নগদ অর্থসহ অর্ধকোটি টাকার মোবাইল চুরি মৎস্য ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবি জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভাতা বৃদ্ধির দাবিতে রাণীগঞ্জ মাদ্রাসায় মানববন্ধন অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাসপাতালে অত্যাধুনিক এক্স-রে মেশিন চালু : স্বল্প মূল্যে সেবা পাবেন রোগীরা ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে মাদ্রাসা সুপারের পদত্যাগ দাবিতে বিক্ষোভ পুলিশ সুপার আনোয়ার হোসেনকে প্রত্যাহার

শান্তিগঞ্জে যাত্রীছাউনির অভাবে মানুষের ভোগান্তি

  • আপলোড সময় : ১৫-১০-২০২৪ ০১:৩৩:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-১০-২০২৪ ০১:৩৩:৩৭ পূর্বাহ্ন
শান্তিগঞ্জে যাত্রীছাউনির অভাবে মানুষের ভোগান্তি
শান্তিগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের শান্তিগঞ্জ উপজেলা সদরে নেই কোনো যাত্রীছাউনি। এর ফলে প্রতিদিন দুর্ভোগে পড়তে হচ্ছে যাত্রীদের। রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে কিংবা তীব্র শীতে বাতাসের মধ্যে খোলা জায়গায় দাড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করতে হচ্ছে। দীর্ঘদিন ধরে শান্তিগঞ্জ পয়েন্টে একটি যাত্রীছাউনি নির্মাণের দাবি স্থানীয় বাসিন্দাদের। সরেজমিনে দেখা গেছে, শান্তিগঞ্জ পয়েন্টে মানুষজন গন্তব্যে পৌছতে গাড়ির জন্য অপেক্ষা করেন। কেউ সুনামগঞ্জ শহরের দিকে আবার কেউ সিলেট বিভাগীয় শহরের দিকে নিজ নিজ কাজের জন্য যাতায়াত করেন। শান্তিগঞ্জ পয়েন্টের আশপাশে যাত্রী সাধারণের কোন অবস্থান করার জায়গা নেই। যাত্রীরা রাস্তার পাশে এখানে-সেখানে দাড়িয়ে অপেক্ষা করেন। বৃষ্টি হলে যাত্রীদের ভোগান্তির শেষ নেই। অনেক সময় যাত্রীরা বৃষ্টির পানিতে ভিজে একাকার হয়ে যান। খোঁজ নিয়ে জানা গেছে, সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কটি শান্তিগঞ্জ উপজেলার দিয়ে চলে গেছে। যার ফলে শান্তিগঞ্জ উপজেলা সদরের শান্তিগঞ্জ পয়েন্ট থেকে উপজেলার অধিকাংশ গ্রামের লোকজন সিলেট-ঢাকা ও দেশের বিভিন্ন গন্তব্যে গ্রামের মানুষ এখান দিয়ে যাতায়াত করেন। যাত্রীছাউনি না থাকায় দুর্ভোগ হচ্ছে এসব এলাকার কয়েক হাজার মানুষের। শান্তিগঞ্জ পয়েন্টের বাস কাউন্টার মালিক আব্দুল ওয়াকিব ভান্ডারী বলেন, শান্তিগঞ্জ পয়েন্টে আগে একটি যাত্রীছাউনি ছিল। রাস্তা বড় করায় ছাউনিটি ভেঙে ফেলা হয়েছে। এখন আর যাত্রীছাউনি নাই। এখন সিলেট ও ঢাকার যাত্রীরা রোধে পুড়ে ও বৃষ্টিতে ভিজে পয়েন্টে অবস্থান করেন। এখানে যাত্রীছাউনি না থাকায় প্রতিদিন শত শত নারী-পুরুষ ও শিশু-কিশোরদের ভোগান্তিতে পড়তে হয়। শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক স¤পাদক হোসাইন আহমদ জানান, শান্তিগঞ্জ পয়েন্টে আগে একটি যাত্রীছাউনি ছিল। রাস্তা সম্প্রসারণ করার কারণে ছাউনিটি ভেঙে ফেলা হয়েছে। যাত্রীছাউনি না থাকায় মানুষজনকে সীমাহীন ভোগান্তিতে পড়তে হয়। শান্তিগঞ্জ পয়েন্টে যাত্রীছাউনি নির্মাণের জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি। শান্তিগঞ্জ বাজার কমিটির সভাপতি রিপন তালুকদার বলেন, শান্তিগঞ্জ বাজারটি উপজেলা সদরের বাজার। এখানে আগে যাত্রীছাউনি ছিল। এখন আর নাই। আশাকরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটি যাত্রীছাউনি নির্মাণ করে উপজেলাবাসীর ভোগান্তি লাঘব করবেন। শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা বলেন, শান্তিগঞ্জ পয়েন্টে একটি যাত্রীছাউনি প্রয়োজন। প্রতিদিন উপজেলার অধিকাংশ লোকজন এ পয়েন্ট দিয়ে দেশের বিভিন্ন গন্তব্যে যাতায়াত করে থাকেন। বিষয়টি আমার নজরে আছে। শীঘ্রই জেলা প্রশাসক স্যারের সাথে আলোচনা করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গণশিক্ষা উপদেষ্টার সাথে সুবিপ্রবি স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন আন্দোলন কমিটির সাক্ষাৎ

গণশিক্ষা উপদেষ্টার সাথে সুবিপ্রবি স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন আন্দোলন কমিটির সাক্ষাৎ