সাবেক এমপি মানিক কারাগারে
- আপলোড সময় : ১৪-১০-২০২৪ ০৯:০৭:৫৬ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৪-১০-২০২৪ ০৯:৩১:১৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জ ৫ আসনের সাবেক সংসদ সদস্য মুহিবুর রহমান মানিককে কারাগারে প্রেরণ করেছেন আদালত। গত বৃহ¯পতিবার সকাল ১১টায় সুনামগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মুহিবুর রহমান মানিকের জামিন আবেদন করেন তাঁর আইনজীবী। মামলার মূল নথি দায়রা জজ আদালতে থাকায় জামিন শুনানি দিন ১৫ অক্টোবর সোমবার ধার্য্য করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালতের বিজ্ঞ বিচারক মোহাম্মদ আলমগীর। এর আগে ৮ অক্টোবর রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মুহিবুর রহমান মানিককে আটক করে র্যাব। ৪ আগস্ট সুনামগঞ্জ সদরে ছাত্রজনতার মিছিলে হামলা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে র্যাব। মামলায় ৩ নম্বর আসামি সাবেক এই সংসদ সদস্য। এদিকে কেবল রাজনৈতিক প্রতিহিংসায় মামলায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে মুহিবুর রহমান মানিককে আসামি হয়েছে বলে দাবি করে আদালতের কাছে ন্যায়বিচার প্রত্যাশা করেছেন আসামি পক্ষের আইনজীবী আব্দুল হামিদ। উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্রজনতার মিছিলে হামলার ঘটনায় ২ সেপ্টেম্বর সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতের মামলা দায়ের করেন দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বাসিন্দা হাফিজ আহমদ। এই মামলায় মুহিবুর রহমান মানিকসহ, সাবেক পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান, সাবেক এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, এডভোকেট রনজিত সরকার, আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুট, সাধারণ স¤পাদক নোমান বখত পলিন, পৌর মেয়র নাদের বখত, অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস, সদর থানার তৎকালীন ওসি মো. খালেদ চৌধুরীসহ ৯৯ জন নেতাকর্মীকে আসামি করা হয় এই মামলায়।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ