সুনামগঞ্জ , বুধবার, ০২ এপ্রিল ২০২৫ , ১৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে বৌলাই নদীতে নৌকা ডুবে নিহত ৪, আহত ১ জামালগঞ্জে দূর্নীতির অভিযোগে সদর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বরখাস্ত অর্ধযুগ পর পরিবারের সঙ্গে ঈদ করবেন খালেদা জিয়া “এমন ভূমিকম্প গত ২০ বছরে দেখা যায়নি মিয়ানমারে” ডিসিদের প্রতি ১২ নির্দেশনা প্রধান উপদেষ্টার বিএনপি নেতা কামরুলের উদ্যোগে ইফতার মাহফিলে তৃণমূল নেতাকর্মীদের জোয়ার ‘জয় বাংলা’ স্লোগান কারও দলের নয় : কাদের সিদ্দিকী সয়াবিন তেল লিটারে ১৮ টাকা বাড়াতে চান ব্যবসায়ীরা জুলাই যোদ্ধাদের আর্থিক অনুদানের চেক বিতরণ পণাতীর্থে লাখো মানুষের পুণ্য স্নান শান্তিগঞ্জ-ডুংরিয়া সড়ক নির্মাণকাজের তথ্য নিয়ে লুকোচুরি স্বাধীনতার সুফল জনগণের কাছে পৌঁছে দিতে হবে : জেলা প্রশাসক পূর্ব শত্রুতার জের : বিষ প্রয়োগে রাজহাঁস হত্যা জাফরগঞ্জে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল জামালগঞ্জে দরিদ্র্যদের মধ্যে ঈদসামগ্রী বিতরণ জামালগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার বাদশাগঞ্জ ক্রিকেট লীগ উদ্বোধন আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে ঈদ উপহারসামগ্রী বিতরণ গৌরবময় স্বাধীনতা দিবস আজ আজ থেকে শুরু হচ্ছে পণাতীর্থে গঙ্গাস্নান

জনগণকে অধিকার সচেতন করে তুলুন

  • আপলোড সময় : ১০-১০-২০২৪ ০২:০৪:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১০-২০২৪ ০২:০৪:৫৪ পূর্বাহ্ন
জনগণকে অধিকার সচেতন করে তুলুন
সুনামগঞ্জে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে, মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে। যথারীতি পত্রিকায় সংবাদ করা হয়েছে। সেখানে ফলাও করে বলা হয়েছে, “সেমিনারের শুরুতে সুনামগঞ্জে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারা ও উপধারা তুলে ধরেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন।” কিন্তু অতীব পরিতাপের বিষয় এই যে, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারা ও উপধারা সেমিনারে তুলে ধরা হলেও সংবাদপ্রতিবেদনে তুলে ধরা হয় নি। ফলে সাধারণ মানুষের কাছে ‘ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন’ সম্পর্কে কীছুই জানা হলো না। প্রতিবেদন পড়ে যে-কারও মনে হতে পারে, প্রতিবেদকের এই বিশেষ আইনটি সম্পর্কে একটি আলাহিদা দৃষ্টিভঙ্গি আছে, তিনি সাধারণ মানুষকে এই আইন সম্পর্কে জানাতে আগ্রহী নন, অথচ প্রশাসন কর্তৃপক্ষ জানাতে চাইছেন। যদিও সাংবাদিকতার এই ত্রুটি ও বিচ্যুতির দোষটি আমাদের সাংবাদিকদের নিজেদের তরফেই বর্তায়, সে বিচ্যুতিকে স্বীকার করে নিয়েই সম্পাদকীয় দপ্তরের পক্ষ থেকে এবংবিধ ত্রুটি ব্যতিরেকে সংবাদপ্রতিবেদন প্রেরণের অনুরোধ করছি, সংবাদদাতাদেরকে। তাছাড়া ‘ভোক্তা- অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন’-এর মতো অতীব জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি প্রচারের বিকল্প খোঁজে বের করা দরকার। অর্থাৎ এইরূপ অবহিতকরণ সভাকে ‘জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে’র বাইরে নিয়ে আসা জরুরি এবং তাহলেই ব্যাপক জনগণকে অবহিত করে সমাজের সর্বস্তরে বিস্তৃত দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ তুলা সম্ভব। মানুষকে অধিকার সচেতন করা না গেলে দুর্নীতি তো প্রতিহত করা যাবেই না, তদুপরি জনঅসচেতনতার ফাঁকে দুর্নীতিবাজরাই সমাজের অধিপতি হয়ে উঠবে এবং প্রকারান্তরে রাষ্ট্র চালাবে, অন্তর্বর্তী সরকার কিংবা প্রশাসনের কীছুই করার থাকবে না।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স