সুনামগঞ্জ , বুধবার, ০২ এপ্রিল ২০২৫ , ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে বৌলাই নদীতে নৌকা ডুবে নিহত ৪, আহত ১ জামালগঞ্জে দূর্নীতির অভিযোগে সদর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বরখাস্ত অর্ধযুগ পর পরিবারের সঙ্গে ঈদ করবেন খালেদা জিয়া “এমন ভূমিকম্প গত ২০ বছরে দেখা যায়নি মিয়ানমারে” ডিসিদের প্রতি ১২ নির্দেশনা প্রধান উপদেষ্টার বিএনপি নেতা কামরুলের উদ্যোগে ইফতার মাহফিলে তৃণমূল নেতাকর্মীদের জোয়ার ‘জয় বাংলা’ স্লোগান কারও দলের নয় : কাদের সিদ্দিকী সয়াবিন তেল লিটারে ১৮ টাকা বাড়াতে চান ব্যবসায়ীরা জুলাই যোদ্ধাদের আর্থিক অনুদানের চেক বিতরণ পণাতীর্থে লাখো মানুষের পুণ্য স্নান শান্তিগঞ্জ-ডুংরিয়া সড়ক নির্মাণকাজের তথ্য নিয়ে লুকোচুরি স্বাধীনতার সুফল জনগণের কাছে পৌঁছে দিতে হবে : জেলা প্রশাসক পূর্ব শত্রুতার জের : বিষ প্রয়োগে রাজহাঁস হত্যা জাফরগঞ্জে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল জামালগঞ্জে দরিদ্র্যদের মধ্যে ঈদসামগ্রী বিতরণ জামালগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার বাদশাগঞ্জ ক্রিকেট লীগ উদ্বোধন আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে ঈদ উপহারসামগ্রী বিতরণ গৌরবময় স্বাধীনতা দিবস আজ আজ থেকে শুরু হচ্ছে পণাতীর্থে গঙ্গাস্নান

দিরাইয়ে ইজারাদারের দৌরাত্ম্যে অসহায় কৃষক-মৎস্যজীবীরা

  • আপলোড সময় : ০৮-১০-২০২৪ ১০:০১:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১০-২০২৪ ১০:০১:২৬ পূর্বাহ্ন
দিরাইয়ে ইজারাদারের দৌরাত্ম্যে অসহায় কৃষক-মৎস্যজীবীরা
স্টাফ রিপোর্টার :: দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের ভাটিধল গ্রামের মৃত সিরাজুল ইসলাম জলদারের ছেলে রাজধন মিয়ার বিরুদ্ধে দিরাই উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ দিয়েছেন একই গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে আব্দুল হাই। রাজধন মিয়া বাদালিয়া জিরার ডোবা ও কাটা ডোবার ২৭ একর জায়গা ইজারা নিয়ে বাদালিয়া হাওরের প্রায় ২ হাজার একর এলাকা ভোগদখল করতে চান। জোর দখল নিতে লোকজন নিয়ে দীর্ঘদিন যাবত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। রাজধন মিয়ার সাথে জোর দখলের কাজে জড়িত রয়েছেন ধলআশ্রম গ্রামের মৃত হামিদ আলীর ছেলে আলী আহমদ, পিতা অজ্ঞাত বজলু মিয়া, মৃত আছদ্দর উল্লাহর ছেলে দীন ইসলাম, ভাটিধল গ্রামের মৃত রশিদ উল্লাহর ছেলে আব্দুল আজিজ, মৃত মছলম উল্লাহর ছেলে কপিল মিয়া, মৃত মাহমদ উল্লার ছেলে জসীম উদ্দিন, মৃত মাসুক মিয়ার ছেলে রুবেল মিয়া, মৃত বটাই উল্লাহর ছেলে ছত্তার মিয়া, মৃত মস্তফা আলীর ছেলে আখলাকুর রহমান। অভিযোগপত্রে আব্দুল হাই উল্লেখ করেন, রাজধন মিয়া গং দিরাই থানাধীন তাড়ল ইউনিয়নের অন্তর্গত ‘বাদালিয়া জিয়ারার ডোবা ও কাটা ডোবা’ ইজারা নিয়ে পুরো হাওরে তারা প্রভাব বিস্তার করে এলাকার সাধারণ মৎস্যজীবীগণকে হাওরে মাছ শিকার করতে, কৃষকগণকে জমিতে চাষ করতে এবং হাঁস পালন করতে বাধা নিষেধ করে আসছেন। রাজধন মিয়া গং জলমহালের সীমানা ২৭ একর থাকলেও হাওরের প্রায় ২ হাজার একর জলমহালের আওতাভুক্ত বলে দাবি করে আসছে। ভাটিধল গ্রামবাসী প্রতিবছর বাদালিয়া নামক জাওরটিতে হাঁস লালন-পালন ও মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন। রাজধন মিয়া গংদের বাধা নিষেধের কারণে ভাটিধল গ্রামবাসী প্রতিবাদ করায় প্রতিপক্ষগণ দলবদ্ধভাবে রাস্তা-ঘাটে, বাজারে মারপিট করার হুমকি-ধমকি দিয়ে আসছে। এমনকি হামলার ঘটনাও ঘটিয়েছে। আব্দুল হাই অভিযোগে উল্লেখ করেন, চলতি মাসের ৫ অক্টোবর শনিবার বিকালে ধল বাজারে একা পেয়ে একই গ্রামের আলতাব আলীর ছেলে মামুন মিয়ার উপর হামলা করে রাজধন মিয়া গংদের লোকজন। এই হামলার ঘটনায় মামুনের বাম হাতের কবজি ভেঙে যায়। মামুন বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি আরও উল্লেখ করেন, ধল গ্রামের বাসিন্দা নিরীহ লোকজন তাদের সন্ত্রাসী কর্মকা-ের ভয়ে হাট-বাজারে যেতে পারছেন না। তারা নিরাপত্তাহীনতায় ভোগছি। এমনকি রাজধন মিয়া গংদের দ্বারা প্রাণনাশের ঘটনাও ঘটতে পারে এমন আশঙ্কা করছেন তারা। এই পরিস্থিতির কারণে সোমবার দিরাই উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ দিয়েছেন একই গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে আব্দুল হাই। এর আগে দিরাই থানায় অভিযোগ দায়ের করেন তিনি। ধল বাজারে মামুনের উপর হামলার ঘটনায় দিরাই থানায় অভিযোগ দায়ের করেন আহতের মামা মো. দুদু মিয়া। রবিবার বিকালে বাংলাদেশ সেনাবাহিনীর নিকট ও এই বিষয়ে অভিযোগ দেয়া হয়। অভিযুক্ত ব্যক্তি রাজধন মিয়ার সাথে একাধিক চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। দিরাই থানার তদন্তকারী অফিসার এস আই অনুজ কুমার দাস বলেন, তাড়ল ইউনিয়নের অন্তর্গত হাওর নিয়ে অভিযোগ পড়েছে। আমরা চেষ্টা করবো সবাইকে নিয়ে এক জায়গায় বসে মীমাংসা করে দেওয়ার। দিরাই থানার ওসি রাজ্জাক হোসেন বলেন, তাড়ল ইউনিয়নের অন্তর্গত বিল নিয়ে অভিযোগ পড়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। দিরাই উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান খন্দকার বলেন, তাড়ল ইউনিয়নের অন্তর্গত বাদালিয়া জিয়ারার ডোবা ও কাটা ভোবা ইজারাদার কর্তৃক কোনো মারামারি বা কোনো ঝামেলা করার বিষয়ে কেউ অভিযোগ করেন, তাহলে তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স