সুনামগঞ্জ , সোমবার, ৩১ মার্চ ২০২৫ , ১৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালগঞ্জে বৌলাই নদীতে নৌকা ডুবে নিহত ৪, আহত ১ জামালগঞ্জে দূর্নীতির অভিযোগে সদর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বরখাস্ত অর্ধযুগ পর পরিবারের সঙ্গে ঈদ করবেন খালেদা জিয়া “এমন ভূমিকম্প গত ২০ বছরে দেখা যায়নি মিয়ানমারে” ডিসিদের প্রতি ১২ নির্দেশনা প্রধান উপদেষ্টার বিএনপি নেতা কামরুলের উদ্যোগে ইফতার মাহফিলে তৃণমূল নেতাকর্মীদের জোয়ার ‘জয় বাংলা’ স্লোগান কারও দলের নয় : কাদের সিদ্দিকী সয়াবিন তেল লিটারে ১৮ টাকা বাড়াতে চান ব্যবসায়ীরা জুলাই যোদ্ধাদের আর্থিক অনুদানের চেক বিতরণ পণাতীর্থে লাখো মানুষের পুণ্য স্নান শান্তিগঞ্জ-ডুংরিয়া সড়ক নির্মাণকাজের তথ্য নিয়ে লুকোচুরি স্বাধীনতার সুফল জনগণের কাছে পৌঁছে দিতে হবে : জেলা প্রশাসক পূর্ব শত্রুতার জের : বিষ প্রয়োগে রাজহাঁস হত্যা জাফরগঞ্জে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল জামালগঞ্জে দরিদ্র্যদের মধ্যে ঈদসামগ্রী বিতরণ জামালগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার বাদশাগঞ্জ ক্রিকেট লীগ উদ্বোধন আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে ঈদ উপহারসামগ্রী বিতরণ গৌরবময় স্বাধীনতা দিবস আজ আজ থেকে শুরু হচ্ছে পণাতীর্থে গঙ্গাস্নান

বিপিএলে কমছে পারিশ্রমিক, সর্বোচ্চ ৬০ লাখ টাকা

  • আপলোড সময় : ০৮-১০-২০২৪ ০১:০০:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১০-২০২৪ ০১:০০:৪৫ পূর্বাহ্ন
বিপিএলে কমছে পারিশ্রমিক, সর্বোচ্চ ৬০ লাখ টাকা
সুনামকণ্ঠ ডেস্ক :: আগামী ১৪ অক্টোবর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফট হবে। হাতে মাত্র এক সপ্তাহের মতো সময় থাকলেও এখনও গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ব্যাপারে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। অনেক কিছু বাকি থাকলেও ক্যাটাগরি অনুযায়ী পারিশ্রমিক নির্ধারণের কাজ অনেকটাই এগিয়ে গেছে। কোন ক্রিকেটার কোন ক্যাটাগরিতে পড়ছেন, সেটাও প্রায় চূড়ান্ত। আরও কিছু বিষয় নিশ্চিত হওয়ার পরই পারিশ্রমিক ও খেলোয়াড়দের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে বিসিবি। তবে বিসিবি সূত্রে জানা গেছে, ছয়টি ক্যাটাগরিতে ক্রিকেটারদের পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে। গত মৌসুমের তুলনায় এবার কমেছে পারিশ্রমিক। গত মৌসুমে বিপিএল প্লেয়ার্স ড্রাফটে দেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক ছিল ৮০ লাখ টাকা, সর্বনি¤œ ৫ লাখ টাকা নির্ধারণ করা হয়েছিল। এবার কিছুটা কমে সর্বোচ্চ ৬০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সর্বনি¤œ ৫ লাখ টাকার ক্যাটাগরিতে টাকার অংক বাড়ানো হয়েছে। এই ক্যাটাগরিতে ক্রিকেটাররা পাবেন ১০ লাখ টাকা। ‘এ’ থেকে ‘এফ’ এই ছয়টি ক্যাটাগরিতে ক্রিকেটারদের গ্রেডিং করা হয়েছে। ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটাররা সর্বোচ্চ ৬০ লাখ টাকা পাবেন। এরপর ‘বি’ ৪০ লাখ, ‘সি’ ২৫ লাখ, ‘ডি’ ২০ লাখ, ‘ই’ ১৫ লাখ এবং ‘এফ’ ক্যাটাগরির ক্রিকেটাররা ১০ লাখ টাকা করে পাবেন। বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক ঠিক না হলেও জানা গেছে, স্থানীয় ক্রিকেটাদের সঙ্গে বিদেশিদের খুব বেশি তফাৎ থাকবে না। গত আসরে বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক ৭০ হাজার ডলার থেকে শুরু হয়েছিল। ‘এ’ ক্যাটাগরি বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক ছিল এটি। ‘বি’ ক্যাটাগরি ৫০ হাজার, ‘সি’ ক্যাটাগরি ৪০ হাজার, ‘ডি’ ক্যাটাগরি ৩০ হাজার ও ‘ই’ ক্যাটাগরির ক্রিকেটারদের ২০ হাজার ডলার পারিশ্রমিক। এদিকে সরাসরি চুক্তি ও রিটেইন লিস্টের ক্রিকেটারদের পারিশ্রমিক ড্রাফটের বাইরে থাকবে। দুই পক্ষ আলোচনার মাধ্যমে পারিশ্রমিক ঠিক করবেন। সেটি অবশ্য বিসিবিকে জানাতে হবে। তবে এখনও প্লেয়ার্স রিটেইনশন পলিসি, অ্যাভেইলেবিলিটি, ডিরেক্ট সাইনিং নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি বিপিএল গভর্নিং কাউন্সিল।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য