সুনামগঞ্জ , বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ , ১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টাঙ্গুয়ার হাওরে অবৈধ জাল জব্দ, আটক ১৬ জামালগঞ্জে বিআরডিবি’র সভাপতি পদে নির্বাচন সম্পন্ন এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস কনফারেন্স ডিমের নতুন দাম নির্ধারণ সরকারি ঘরের জামানতের কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগ পাসের হারে সিলেটের চমক যুক্তরাষ্ট্র ও কানাডা সফরে গেলেন সেনাপ্রধান সাগর-রুনি হত্যা : ১১২ বার পেছাল তদন্ত প্রতিবেদন বৈষম্যবিরোধী আন্দোলনের ভিডিও ও স্থিরচিত্র জমা দেওয়ার আহ্বান ঘর দেয়ার কথা বলে ইউপি সদস্যের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেফতার বাজারে সবজি সংকট, ডিম ‘উধাও’ কাঁচামরিচের কেজি ৬০০ টাকা! মানবিক ভিসা চালু করতে যাচ্ছে পর্তুগাল তারেক রহমানের সব মামলা প্রত্যাহার না হলে আন্দোলনের হুঁশিয়ারি সালমান-আনিসুল-পলক-মামুন আরও ৪৭ মামলায় গ্রেফতার শান্তিগঞ্জে যাত্রীছাউনির অভাবে মানুষের ভোগান্তি আজ এইচএসসি’র ফল প্রকাশ নাইকো মামলা: খালেদা জিয়াসহ আট জনের সাক্ষ্য গ্রহণ ২২ অক্টোবর সরকারি চাকরিতে পুরুষদের বয়সসীমা ৩৫, নারীদের ৩৭ করার সুপারিশ ১৫ জুলাই থেকে ৮ আগস্ট অভ্যুত্থানে সক্রিয় ছাত্র-জনতাকে হয়রানি করা হবে না

বিপিএলে কমছে পারিশ্রমিক, সর্বোচ্চ ৬০ লাখ টাকা

  • আপলোড সময় : ০৮-১০-২০২৪ ০১:০০:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-১০-২০২৪ ০১:০০:৪৫ পূর্বাহ্ন
বিপিএলে কমছে পারিশ্রমিক, সর্বোচ্চ ৬০ লাখ টাকা
সুনামকণ্ঠ ডেস্ক :: আগামী ১৪ অক্টোবর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফট হবে। হাতে মাত্র এক সপ্তাহের মতো সময় থাকলেও এখনও গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ব্যাপারে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। অনেক কিছু বাকি থাকলেও ক্যাটাগরি অনুযায়ী পারিশ্রমিক নির্ধারণের কাজ অনেকটাই এগিয়ে গেছে। কোন ক্রিকেটার কোন ক্যাটাগরিতে পড়ছেন, সেটাও প্রায় চূড়ান্ত। আরও কিছু বিষয় নিশ্চিত হওয়ার পরই পারিশ্রমিক ও খেলোয়াড়দের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে বিসিবি। তবে বিসিবি সূত্রে জানা গেছে, ছয়টি ক্যাটাগরিতে ক্রিকেটারদের পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে। গত মৌসুমের তুলনায় এবার কমেছে পারিশ্রমিক। গত মৌসুমে বিপিএল প্লেয়ার্স ড্রাফটে দেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক ছিল ৮০ লাখ টাকা, সর্বনি¤œ ৫ লাখ টাকা নির্ধারণ করা হয়েছিল। এবার কিছুটা কমে সর্বোচ্চ ৬০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সর্বনি¤œ ৫ লাখ টাকার ক্যাটাগরিতে টাকার অংক বাড়ানো হয়েছে। এই ক্যাটাগরিতে ক্রিকেটাররা পাবেন ১০ লাখ টাকা। ‘এ’ থেকে ‘এফ’ এই ছয়টি ক্যাটাগরিতে ক্রিকেটারদের গ্রেডিং করা হয়েছে। ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটাররা সর্বোচ্চ ৬০ লাখ টাকা পাবেন। এরপর ‘বি’ ৪০ লাখ, ‘সি’ ২৫ লাখ, ‘ডি’ ২০ লাখ, ‘ই’ ১৫ লাখ এবং ‘এফ’ ক্যাটাগরির ক্রিকেটাররা ১০ লাখ টাকা করে পাবেন। বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক ঠিক না হলেও জানা গেছে, স্থানীয় ক্রিকেটাদের সঙ্গে বিদেশিদের খুব বেশি তফাৎ থাকবে না। গত আসরে বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক ৭০ হাজার ডলার থেকে শুরু হয়েছিল। ‘এ’ ক্যাটাগরি বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক ছিল এটি। ‘বি’ ক্যাটাগরি ৫০ হাজার, ‘সি’ ক্যাটাগরি ৪০ হাজার, ‘ডি’ ক্যাটাগরি ৩০ হাজার ও ‘ই’ ক্যাটাগরির ক্রিকেটারদের ২০ হাজার ডলার পারিশ্রমিক। এদিকে সরাসরি চুক্তি ও রিটেইন লিস্টের ক্রিকেটারদের পারিশ্রমিক ড্রাফটের বাইরে থাকবে। দুই পক্ষ আলোচনার মাধ্যমে পারিশ্রমিক ঠিক করবেন। সেটি অবশ্য বিসিবিকে জানাতে হবে। তবে এখনও প্লেয়ার্স রিটেইনশন পলিসি, অ্যাভেইলেবিলিটি, ডিরেক্ট সাইনিং নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি বিপিএল গভর্নিং কাউন্সিল।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য