তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
- আপলোড সময় : ০৭-১০-২০২৪ ০৯:২৯:৪০ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৭-১০-২০২৪ ০৯:২৯:৪০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
মেয়াদোত্তীর্ণ মালামাল রাখা ও আইন অমান্য করার অপরাধে সুনামগঞ্জে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে সাড়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (৬ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে শহরের পুরাতন জেইল রোড এলাকায় এ অভিযান চালান ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল আমিন।
অভিযানে সহায়তা করেন জেলা ক্যাবের সিনিয়র সহ-সভাপতি মো. দিলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সাংবাদিক শাহজাহান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান তাছাদ্দুক রাজা চৌধুরী ইমন প্রমুখ।
মেয়াদ উত্তীর্ণ মালামাল রাখার দায়ে ভাই ভাই ভেরাইটিজ স্টোরকে এক হাজার টাকা ও সরকারি আইন অমান্য করার দায়ে মতিউর রহমান সবজি ভান্ডারকে তিন হাজার টাকা, একই অপরাধে এ হান্নান চৌধুরী স্টোরকে এক হাজার পাঁচ শত টাকা জরিমানা করা হয়।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ