সুনামগঞ্জ , বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ , ১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টাঙ্গুয়ার হাওরে অবৈধ জাল জব্দ, আটক ১৬ জামালগঞ্জে বিআরডিবি’র সভাপতি পদে নির্বাচন সম্পন্ন এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস কনফারেন্স ডিমের নতুন দাম নির্ধারণ সরকারি ঘরের জামানতের কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগ পাসের হারে সিলেটের চমক যুক্তরাষ্ট্র ও কানাডা সফরে গেলেন সেনাপ্রধান সাগর-রুনি হত্যা : ১১২ বার পেছাল তদন্ত প্রতিবেদন বৈষম্যবিরোধী আন্দোলনের ভিডিও ও স্থিরচিত্র জমা দেওয়ার আহ্বান ঘর দেয়ার কথা বলে ইউপি সদস্যের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেফতার বাজারে সবজি সংকট, ডিম ‘উধাও’ কাঁচামরিচের কেজি ৬০০ টাকা! মানবিক ভিসা চালু করতে যাচ্ছে পর্তুগাল তারেক রহমানের সব মামলা প্রত্যাহার না হলে আন্দোলনের হুঁশিয়ারি সালমান-আনিসুল-পলক-মামুন আরও ৪৭ মামলায় গ্রেফতার শান্তিগঞ্জে যাত্রীছাউনির অভাবে মানুষের ভোগান্তি আজ এইচএসসি’র ফল প্রকাশ নাইকো মামলা: খালেদা জিয়াসহ আট জনের সাক্ষ্য গ্রহণ ২২ অক্টোবর সরকারি চাকরিতে পুরুষদের বয়সসীমা ৩৫, নারীদের ৩৭ করার সুপারিশ ১৫ জুলাই থেকে ৮ আগস্ট অভ্যুত্থানে সক্রিয় ছাত্র-জনতাকে হয়রানি করা হবে না

চাঁদাবাজির অভিযোগে সাবেক এমপি রতনের ভাই কারাগারে

  • আপলোড সময় : ০৭-১০-২০২৪ ০৯:০৩:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৪ ০৯:০৩:৪৬ পূর্বাহ্ন
চাঁদাবাজির অভিযোগে সাবেক এমপি রতনের ভাই কারাগারে
ধর্মপাশা প্রতিনিধি :: ধর্মপাশা উপজেলার নওধার গ্রামের বাসিন্দা সাবেক এমপি মোয়াজ্জেম হোসেন রতনের বড়ভাই উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মোশারফ হোসেন ওরফে হাজী মাসুদ (৬০) কে চাঁদাবাজি ও শ্রমিক ফেডারেশনের পাইকুরাটি ইউনিয়ন শাখা কার্যালয় এবং আসবাবপত্র ভাঙচুরের ঘটনার মামলায় তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। উপজেলার সুনই গ্রামের বাসিন্দা সিএনজি, লেগুনা ও অটোরিকশা শ্রমিক ফেডারেশনের পাইকুরাটি ইউনিয়ন শাখার সহ সভাপতি মো. আলামিন (৪৫) বাদী হয়ে এ ঘটনায় শনিবার রাতে ধর্মপাশা থানায় একটি মামলা করেন। চাঁদাবাজির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওইদিন দুপুরে উপজেলার গাছতলা বাজার থেকে তাকে আটক করে ধর্মপাশা থানা পুলিশ। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, উপজেলার পাইকুরাটি ইউনিয়নের পাইকুরাটি বাজারে সিএনজি, লেগুনা ও অটোরিকশা শ্রমিক ফেডারেশনের একটি কার্যালয় রয়েছে। সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, জামালগঞ্জ, তাহিরপুর ও মধ্যনগর) আসনের সাবেক এমপি মোয়াজ্জেম হোসেন রতনের বড়ভাই মোশারফ হোসেন মাসুদ ক্ষমতার প্রভাব খাটিয়ে ফেডারেশনের শ্রমিক নেতাদের ভয়ভীতি দেখিয়ে ২০১৯ সালে জানুয়ারি থেকে ২০২৩ সালের ২৫ ডিসেম্বর পর্যন্ত প্রতিমাসে ১৫ হাজার টাকা চাঁদা আদায় করেন। চলতি বছরের ২৮ জানুয়ারি বিকেল সাড়ে তিনটার দিকে মাসুদের নেতৃত্বে ৭/৮জন অজ্ঞাতনামা লোক দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে শ্রমিক ফেডারেশনের পাইকুরাটি ইউনিয়ন শাখার কার্যালয়ে ঢুকে পূর্বের ন্যায় ১৫ হাজার টাকা চাঁদা দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। চাঁদা দিতে অসম্মত হওয়ায় তারা অশ্লীল ভাষায় গালমন্দ করেন এবং শ্রমিকদের কার্যালয় এবং এর ভেতরে থাকা চেয়ার টেবিল ভাঙচুর করে চলে যান। ধর্মপাশা থানার ওসি এনামুল হক জানান, চাঁদাবাজি, শ্রমিক ফেডারেশনের কার্যালয় ও আসবাবপত্র ভাঙচুরের মামলায় মোশারফ হোসেন হাজী মাসুদকে গ্রেফতার দেখিয়ে রবিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স