জামালগঞ্জে চরমোনাই পীরের ওয়াজ মাহফিল
- আপলোড সময় : ০৩-১০-২০২৪ ০৮:৫৯:১৯ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৩-১০-২০২৪ ০৮:৫৯:১৯ পূর্বাহ্ন
জামালগঞ্জ প্রতিনিধি ::
জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে চরমোনাই পীরের ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় বাংলাদেশ মুজাহিদ কমিটি জামালগঞ্জ শাখার আয়োজনে সাচনা বাজার মাদ্রাসার নাজিমে তা’লিমাত হযরত মাওলানা এখলাছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নায়েবে আমীরুল, মুজাহীদিন হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ ফজলুল করিম।
বিশেষ অতিথি হিসেবে দ্বীনি ওয়াজ রাখেন আগামী সংসদ সদস্য পদে সুনামগঞ্জ-১ আসনের চরমোনাই মনোনীত প্রার্থী হযরত মাওলানা মুফতি ফখরুদ্দিন, হযরত মাওলানা শায়খ ছিদ্দিক আহমদ, সাচনা বাজার মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা আজিজুল হক, সাচনা লামাবাজার মসজিদের খতিব হযরত মাওলানা আবু তাহের।
এসময় ওয়াজ পরিচালনা করেন ইসলামী আন্দোলন জামালগঞ্জ শাখার সভাপতি মুফতি তৌহিদুল ইসলাম। আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন সুনামগঞ্জ জেলা শাখার সদস্য ক্বারী হযরত মাওলানা মাহাদী আল হাসান, সুনামগঞ্জ জেলা মুজাহিদ কমিটির অডিটর ক্বারী হযরত মাওলানা আব্দুল লতিফ। আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের জামালগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মো. কামাল উদ্দিন, ইসলামী যুব আন্দোলনের সভাপতি মো. ইকবাল হোসেন, সাধারণ স¤পাদক মাওলানা কামরুল ইসলাম, জামালগঞ্জ উপজেলা শাখার মুজাহিদ কমিটির সভাপতি মো. হযরত আলী। সার্বিক ব্যবস্থাপনায় মো. মঈনুল ইসলাম মোহন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশের স্বাধীনতার ৫৩ বছরে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ছাড়া কোনো সরকারের কাছে আমাদের দেশের আলেম ওলামাসহ সাধারণ জনগণের চাওয়া-পাওয়ার কিছুই পায়নি। বাংলাদেশের অবস্থা এমন হয়েছিল যে রাস্তায় খুন, বাড়িতে গুম এ অবস্থায় দেশ চলছিল। বাংলাদেশের মানুষ স্বাধীনতা পেলেও এতদিন স্বাধীন ছিলো না। এবার যেহেতু আমরা স্বাধীনতা পেয়েছি। সে স্বাধীনতা ধরে রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
ওয়াজ মাহফিলে হাজারো লোক উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ