সুনামগঞ্জ , বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ , ১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টাঙ্গুয়ার হাওরে অবৈধ জাল জব্দ, আটক ১৬ জামালগঞ্জে বিআরডিবি’র সভাপতি পদে নির্বাচন সম্পন্ন এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস কনফারেন্স ডিমের নতুন দাম নির্ধারণ সরকারি ঘরের জামানতের কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগ পাসের হারে সিলেটের চমক যুক্তরাষ্ট্র ও কানাডা সফরে গেলেন সেনাপ্রধান সাগর-রুনি হত্যা : ১১২ বার পেছাল তদন্ত প্রতিবেদন বৈষম্যবিরোধী আন্দোলনের ভিডিও ও স্থিরচিত্র জমা দেওয়ার আহ্বান ঘর দেয়ার কথা বলে ইউপি সদস্যের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেফতার বাজারে সবজি সংকট, ডিম ‘উধাও’ কাঁচামরিচের কেজি ৬০০ টাকা! মানবিক ভিসা চালু করতে যাচ্ছে পর্তুগাল তারেক রহমানের সব মামলা প্রত্যাহার না হলে আন্দোলনের হুঁশিয়ারি সালমান-আনিসুল-পলক-মামুন আরও ৪৭ মামলায় গ্রেফতার শান্তিগঞ্জে যাত্রীছাউনির অভাবে মানুষের ভোগান্তি আজ এইচএসসি’র ফল প্রকাশ নাইকো মামলা: খালেদা জিয়াসহ আট জনের সাক্ষ্য গ্রহণ ২২ অক্টোবর সরকারি চাকরিতে পুরুষদের বয়সসীমা ৩৫, নারীদের ৩৭ করার সুপারিশ ১৫ জুলাই থেকে ৮ আগস্ট অভ্যুত্থানে সক্রিয় ছাত্র-জনতাকে হয়রানি করা হবে না
সড়ক, সেতু ও কালভার্ট নির্মাণে সময় ক্ষেপণ

ছাত্র-জনতার মানববন্ধন

  • আপলোড সময় : ০৩-১০-২০২৪ ০১:৩৩:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-১০-২০২৪ ০১:৩৩:৫০ পূর্বাহ্ন
ছাত্র-জনতার মানববন্ধন
ধর্মপাশা প্রতিনিধি :: স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে ধর্মপাশা উপজেলার ধর্মপাশা সদর বাজারে পাকা সড়ক, সেতু ও একটি বক্স কালভার্ট নির্মাণের কাজ নিয়ে সময় ক্ষেপণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ অক্টোবর) দুপুর ১২টার দিকে ধর্মপাশা মধ্যবাজারে উপজেলার সকল শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তব্য দেন ধর্মপাশা বাজারের ব্যবসায়ী হাবিবুর রহমান, রাসেল আহমদ, আলী নূর, মোজাম্মেল হক, শিক্ষার্থী ফারুক ইসলাম প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় ঠিকাদার উপজেলার সদর বাজারের পাকা সড়ক, সেতু ও কালভার্ট নির্মাণ কাজ নিয়ে ঠিকাদার নানা অজুহাতে সময় ক্ষেপণ করে আসছেন। এতে করে নির্ধারিত সময়ে কাজ শেষ না করার পায়তারা করছেন ঠিকাদার। দ্রুত কাজ শেষ না করা হলে আমরা এ নিয়ে কঠিন আন্দোলন গড়ে তুলব। উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, ধর্মপাশা বাজারের এক হাজার ২০০মিটার পাকা সড়ক, মধ্যবাজারে থাকা শয়তান খালী সেতুর ওপর ৩৭মিটার আরসিসি ব্রিজ ও একটি বক্স কালভার্ট নির্মাণের জন্য প্রায় নয় কোটি টাকা ব্যয়ে এই কাজটি পায় মেসার্স মাহবুব এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ঠিকাদার হলেন আবুল মহসীন মো. মাহবুব। কাজের শেষ সময়সীমা চলতি বছরের ৩০ নভেম্বর। গত এক বছরে সেতুটির শতকরা ২০ভাগ কাজ হয়েছে। পাকা সড়কের ৪০০মিটার এখনো বাকি রয়েছে। আর বক্স কালভার্ট নির্মাণকাজ এখনো শুরুই হয়নি। ঠিকাদার আবুল মহসীন মো. মাহবুব বলেন, নানাবিধ কারণে নির্ধারিত সময়ের মধ্যে সব কাজ শেষ করা সম্ভব হবে না। কাজে কোনো টালবাহানা করা হচ্ছে না। আগামী বছরের ৩০ জুন পর্যন্ত কাজের মেয়াদ বাড়ানোর জন্য দুই মাস আগে নির্বাহী প্রকৌশলীর মাধ্যমে এলজিইডির প্রধান কার্যালয়ে আবেদন করেছি। এলজিইডির উপজেলা প্রকৌশলী মোহাম্মদ শাহাব উদ্দিন বলেন, ঠিকাদারকে বেশ কয়েকবার তাগিদপত্র পাঠানো হলেও তেমন কোনো অগ্রগতি হয়নি। প্যাকেজটির ৫০ভাগ কাজ শেষ হয়েছে। নির্ধারিত সময়ে পুরো কাজ শেষ হবে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে অবগত করা হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স