সুনামগঞ্জ , শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ , ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণশিক্ষা উপদেষ্টার সাথে সুবিপ্রবি স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন আন্দোলন কমিটির সাক্ষাৎ বইমেলা আমাদের সংস্কৃতি আর জ্ঞানের প্রতীক- জেলা প্রশাসক ২০১৮ সালে নির্বাচনের দায়িত্বে থাকা ৩৩ ডিসিকে ওএসডি বিএনপির বর্ধিত সভা এবার সংসদ ভবন প্রাঙ্গণে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের পরিকল্পনা সভা আল-আকসা কিন্ডারগার্টেন উদ্বোধন সাবেক কাউন্সিলর আবুল হাসনাত কাওসার গ্রেফতার শিক্ষকের মারধরে ছাত্র আহত অ্যাড. নূরুল ইসলামের সমর্থনে প্রচার সভা ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প হাওরের ফসলরক্ষা বাঁধ এখনো অনেক কাজ বাকি এবারও হাওরের মাটি কাটা হচ্ছে কলমে! জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি অনুমোদন জগন্নাথপুরে ৩ দোকান থেকে নগদ অর্থসহ অর্ধকোটি টাকার মোবাইল চুরি মৎস্য ব্যবসায়ীদের কাছ থেকে অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবি জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভাতা বৃদ্ধির দাবিতে রাণীগঞ্জ মাদ্রাসায় মানববন্ধন অনুষ্ঠিত সুনামগঞ্জ সদর হাসপাতালে অত্যাধুনিক এক্স-রে মেশিন চালু : স্বল্প মূল্যে সেবা পাবেন রোগীরা ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে মাদ্রাসা সুপারের পদত্যাগ দাবিতে বিক্ষোভ পুলিশ সুপার আনোয়ার হোসেনকে প্রত্যাহার

পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটি বাতিলের প্রতিবাদ উদীচীর

  • আপলোড সময় : ০২-১০-২০২৪ ০৭:৩৮:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৪ ০৭:৩৮:৫৭ পূর্বাহ্ন
পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটি বাতিলের প্রতিবাদ উদীচীর
সুনামকণ্ঠ ডেস্ক :: পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটি বাতিলের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। মঙ্গলবার (১ অক্টোবর) বিবৃতি দিয়ে পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটি বাতিলের প্রতিবাদ জানায় তারা। অন্যদিকে ফরিদপুরে লালন আনন্দধামে হামলার নিন্দাও জানিয়েছে সংগঠনটি। বিবৃতিতে উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমান ও সাধারণ স¤পাদক অমিত রঞ্জন দে বলেন, ধর্মান্ধ, মৌলবাদী গোষ্ঠীর চাপের মুখে এ কমিটি বাতিল করা কোনোভাবেই সঠিক হয়নি। উদীচীর নেতারা বলেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত ও মুদ্রিত সব পাঠ্যপুস্তক সংশোধন এবং পরিমার্জনের জন্য ১৫ সেপ্টেম্বর ১০ সদস্যের কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার। কিন্তু, সেই বোর্ডের দুই জন সদস্য- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামরুল হাসান মামুন ও সামিনা লুৎফার বিষয়ে ভিত্তিহীন অভিযোগ তোলে ধর্মান্ধ কয়েকটি সংগঠন ও দল। এরপরই হঠাৎ কমিটি বাতিলের সিদ্ধান্ত ঘোষণা হয়। বিবৃতিতে বলা হয়, স্বৈরাচারী শেখ হাসিনা সরকার যেভাবে ধর্মান্ধ, মৌলবাদী গোষ্ঠীর নানা অযৌক্তিক, ভিত্তিহীন দাবি মেনে নিয়ে দেশকে পেছনের দিকে ঠেলে দিয়েছে। তাদের কারণেই ২০১৭ সালে পাঠ্যপুস্তকে প্রগতিশীল লেখকদের লেখা বাদ দিয়ে সাম্প্রদায়িক এবং মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টিকারী লেখা অন্তর্ভুক্ত করা হয়। মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনায় অসাম্প্রদায়িক, মৌলবাদমুক্ত দেশ গঠনে ছাত্র-জনতার আত্মবলিদানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার সেই একই ভুল করতে যাচ্ছে বলে মনে করে উদীচী। এসব বিষয়ে সরকার দুর্বল অবস্থান নিলে দেশের জন্য দীর্ঘমেয়াদি ক্ষতি হবে। অবিলম্বে পাঠ্যপুস্তক থেকে সব ধরনের বৈষম্য সৃষ্টিকারী ও সাম্প্রদায়িক ভাবধারার লেখা বাদ দিয়ে সাম্যবাদী, ধর্মীয় সম্প্রীতি সৃষ্টিকারী লেখা অন্তর্ভুক্ত করার দাবি জানায় উদীচী। এদিকে, ফরিদপুরের ভাঙ্গায় লালন আনন্দধামে ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ জানিয়েছে উদীচী। বিবৃতিতে উদীচীর নেতারা জানান, রবিবার মধ্যরাতে কাউলিবেড়া ইউনিয়নের মোটরা গ্রামে লালন আনন্দধামে পুড়িয়ে দেওয়া হয় লালন ফকিরের ছবি, মূল্যবান গ্রন্থ, একতারা, দোতারাসহ অনেক বাদ্যযন্ত্র। গত ১২ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি দেওয়ার দুই সপ্তাহের মধ্যেই এ হামলা চালানো হলো। অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিও জানায় উদীচী। পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটি বাতিলের দাবি তোলা এবং ফরিদপুরে লালন আনন্দধামে ভাঙচুর ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িত সবাই একই ধরনের সাম্প্রদায়িক, ধর্মান্ধ ভাবধারায় বিশ্বাসী বলেও মন্তব্য করেন উদীচীর সভাপতি ও সাধারণ সম্পাদক।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
গণশিক্ষা উপদেষ্টার সাথে সুবিপ্রবি স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন আন্দোলন কমিটির সাক্ষাৎ

গণশিক্ষা উপদেষ্টার সাথে সুবিপ্রবি স্থায়ী ক্যাম্পাস বাস্তবায়ন আন্দোলন কমিটির সাক্ষাৎ