সুনামগঞ্জ , শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ , ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাদপন্থীদের বিরুদ্ধে প্রতিবাদ সভা পোস্টমাস্টার মো. শাহজান স্মরণে আলোচনা সভা সমৃদ্ধ দেশ বিনির্মাণে নতুন প্রজন্মকে সাথে নিয়ে কাজ করবো আমার দেশ ২২ ডিসেম্বর থেকে নবযাত্রা শুরু করবে : মাহমুদুর রহমান পুলিশ সুপারের সীমান্তবর্তী এলাকা পরিদর্শন গবেষক মাহবুবুর রউফ নয়ন ইংলিশ টিচার্স এসোসিয়েশন অব বাংলাদেশ ইউকে’র আহ্বায়ক মনোনীত জগন্নাথপুরে গৃহবধূ নিহতের ঘটনায় মামলা দায়ের বিএনপি’র ৭০ নেতাকর্মীকে অব্যাহতি জামালগঞ্জের শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদকে শোকজ কেন্দ্রীয় কালীবাড়ি মন্দিরে আবারও চুরি খলিল রহমান আবারও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত সীমান্তে বিপুল পরিমাণ অবৈধ পণ্য জব্দ দশ ট্রাক অস্ত্র মামলা থেকে বাবরসহ ৭ আসামি খালাস ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জামালগঞ্জে এখনো হয়নি পিআইসি , নিয়ম রক্ষায় লোক দেখানো বাঁধের কাজ উদ্বোধন ফসলরক্ষা বাঁধের কাজ : এখনও হয়নি ৫৩ হাওরের পিআইসি মহান বিজয় দিবস উদযাপিত: নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় বিজয় দিবসে একাই ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন সাবেক মেয়র নাদের বখত আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করেছে : জেলা জামায়াত আমীর দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটি বাতিলের প্রতিবাদ উদীচীর

  • আপলোড সময় : ০২-১০-২০২৪ ০৭:৩৮:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৪ ০৭:৩৮:৫৭ পূর্বাহ্ন
পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটি বাতিলের প্রতিবাদ উদীচীর
সুনামকণ্ঠ ডেস্ক :: পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটি বাতিলের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। মঙ্গলবার (১ অক্টোবর) বিবৃতি দিয়ে পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটি বাতিলের প্রতিবাদ জানায় তারা। অন্যদিকে ফরিদপুরে লালন আনন্দধামে হামলার নিন্দাও জানিয়েছে সংগঠনটি। বিবৃতিতে উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমান ও সাধারণ স¤পাদক অমিত রঞ্জন দে বলেন, ধর্মান্ধ, মৌলবাদী গোষ্ঠীর চাপের মুখে এ কমিটি বাতিল করা কোনোভাবেই সঠিক হয়নি। উদীচীর নেতারা বলেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত ও মুদ্রিত সব পাঠ্যপুস্তক সংশোধন এবং পরিমার্জনের জন্য ১৫ সেপ্টেম্বর ১০ সদস্যের কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার। কিন্তু, সেই বোর্ডের দুই জন সদস্য- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামরুল হাসান মামুন ও সামিনা লুৎফার বিষয়ে ভিত্তিহীন অভিযোগ তোলে ধর্মান্ধ কয়েকটি সংগঠন ও দল। এরপরই হঠাৎ কমিটি বাতিলের সিদ্ধান্ত ঘোষণা হয়। বিবৃতিতে বলা হয়, স্বৈরাচারী শেখ হাসিনা সরকার যেভাবে ধর্মান্ধ, মৌলবাদী গোষ্ঠীর নানা অযৌক্তিক, ভিত্তিহীন দাবি মেনে নিয়ে দেশকে পেছনের দিকে ঠেলে দিয়েছে। তাদের কারণেই ২০১৭ সালে পাঠ্যপুস্তকে প্রগতিশীল লেখকদের লেখা বাদ দিয়ে সাম্প্রদায়িক এবং মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টিকারী লেখা অন্তর্ভুক্ত করা হয়। মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনায় অসাম্প্রদায়িক, মৌলবাদমুক্ত দেশ গঠনে ছাত্র-জনতার আত্মবলিদানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার সেই একই ভুল করতে যাচ্ছে বলে মনে করে উদীচী। এসব বিষয়ে সরকার দুর্বল অবস্থান নিলে দেশের জন্য দীর্ঘমেয়াদি ক্ষতি হবে। অবিলম্বে পাঠ্যপুস্তক থেকে সব ধরনের বৈষম্য সৃষ্টিকারী ও সাম্প্রদায়িক ভাবধারার লেখা বাদ দিয়ে সাম্যবাদী, ধর্মীয় সম্প্রীতি সৃষ্টিকারী লেখা অন্তর্ভুক্ত করার দাবি জানায় উদীচী। এদিকে, ফরিদপুরের ভাঙ্গায় লালন আনন্দধামে ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ জানিয়েছে উদীচী। বিবৃতিতে উদীচীর নেতারা জানান, রবিবার মধ্যরাতে কাউলিবেড়া ইউনিয়নের মোটরা গ্রামে লালন আনন্দধামে পুড়িয়ে দেওয়া হয় লালন ফকিরের ছবি, মূল্যবান গ্রন্থ, একতারা, দোতারাসহ অনেক বাদ্যযন্ত্র। গত ১২ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকি দেওয়ার দুই সপ্তাহের মধ্যেই এ হামলা চালানো হলো। অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিও জানায় উদীচী। পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটি বাতিলের দাবি তোলা এবং ফরিদপুরে লালন আনন্দধামে ভাঙচুর ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িত সবাই একই ধরনের সাম্প্রদায়িক, ধর্মান্ধ ভাবধারায় বিশ্বাসী বলেও মন্তব্য করেন উদীচীর সভাপতি ও সাধারণ সম্পাদক।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সাদপন্থীদের বিরুদ্ধে প্রতিবাদ সভা

সাদপন্থীদের বিরুদ্ধে প্রতিবাদ সভা