বিশ্বম্ভরপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মানববন্ধন
- আপলোড সময় : ০১-১০-২০২৪ ০৮:১৬:২৫ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০১-১০-২০২৪ ০৮:১৬:২৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুশাসন নিশ্চিতের দাবিতে বিশ্বম্ভরপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মানববন্ধন ও সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা সদরে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনের প্রথমেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে ১ মিনিট নীরবতা পালন করা হয়। পরে উপজেলায় সুশাসন নিশ্চিতকল্পে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের মানববন্ধন ও আলোচনা সভায় বক্তব্য রাখেন রনি, রাকিব, জুবায়ের, উজ্জ্বল, মোবারক প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, উপজেলায় ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি বন্ধ করতে হবে। সকল অফিসে সুশাসন ও জনসেবা নিশ্চিত করতে হবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ