দুর্গাপূজা উপলক্ষে প্রশাসনের বিশেষ সভা
- আপলোড সময় : ০১-১০-২০২৪ ০৭:৫২:৪৪ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০১-১০-২০২৪ ০৭:৫২:৪৪ পূর্বাহ্ন
দিরাই প্রতিনিধি ::
শারদীয় দুর্গাপূজা যথাযোগ্য ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন উপলক্ষে দিরাই উপজেলা প্রশাসন বিশেষ আইনশৃঙ্খলা সভার আয়োজন করে। সোমবার উপজেলা গণমিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান খোন্দকার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন দিরাই সেনাবাহিনীর টিম লিডার আবরার ফাইয়াজ, উপজেলা সহকারী কমিশনার ভূমি অভিজিৎ সূত্রধর, দিরাই থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, দিরাই প্রেসক্লাব সভাপতি সামছুল ইসলাম সরদার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ স¤পাদক আমিরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল কুদ্দুস, পৌর বিএনপির সাংগঠনিক স¤পাদক মিজানুর রহমান, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুরঞ্জন রায়, সাধারণ স¤পাদক ধনীর রঞ্জন রায়, সদস্য স্বাধীন চৌধুরী, নিরঞ্জন দাস, দয়াময় দাসসহ উদযাপন কমিটির সদস্যবৃন্দ।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান খোন্দকার জানান, দিরাই উপজেলায় ৬১টি পূজা ম-পে দুর্গা পূজা উদযাপন হবে। পূজাম-পের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, পুলিশ ও আনসার বাহিনী কাজ করবে। সাম্প্রদায়িক সম্প্রীতির এলাকা দিরাইয়ে পূর্বের ন্যায় এবার ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন হবে এটা আমাদের বিশ্বাস। তিনি রাজনীতিক, সাংবাদিকসহ সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ