সুনামগঞ্জ , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪ , ৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুজিববর্ষ উদযাপনে খরচ ১২৬১ কোটি টাকা পুলিশের নতুন আইজিপি বাহারুল আলম লাখে ২০ হাজার টাকা ঘুষ দিতে হয় শিক্ষা কর্মকর্তাকে জামালগঞ্জে অগ্নিকান্ডে দুটি বসতঘর পুড়ে ছাই ধর্মপাশায় আসামি গ্রেফতার শহরে ফুটপাত দখল করে দোকানপাট: যানজটে জনভোগান্তি পিকনিক স্পটে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুর ৭০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ তুমি যে চেয়ে আছ আকাশ ভরে আ.লীগের সঙ্গে কোনো সমঝোতা নেই : প্রধান উপদেষ্টার প্রেস সচিব জামালগঞ্জে এক পরিবারের ৩ বসতঘর পুড়ে ছাই ব্যাংকের সব শাখায় ১, ২ ও ৫ টাকার কয়েন লেনদেনের নির্দেশ সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ৮ দিনের রিমান্ডে সারদায় প্রশিক্ষণরত আরও তিন এসআইকে অব্যাহতি আ.লীগের পুনর্বাসনে চেষ্টাকারীরা গণশত্রু হিসেবে চিহ্নিত হবে : হাসনাত আবদুল্লাহ খেলাপি আদায়ে অর্থ ঋণ আদালতকে সক্রিয় করছে সরকার সংস্কার শেষে নির্বাচন কোনো যৌক্তিক কথা নয় : মঈন খান ফোকাস এখন একটাই- নির্বাচন : মির্জা ফখরুল আর্থিক ব্যবস্থাপনা ও বাজেট বাস্তবায়ন সংক্রান্ত প্রশিক্ষণ জিপিএ-৫ শিক্ষার একমাত্র মানদন্ড হতে পারে না : উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার
সংবাদ সম্মেলন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাইন বোর্ডে কোনো অনিয়ম সহ্য করা হবে না

  • আপলোড সময় : ০১-১০-২০২৪ ০৭:৪৯:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৪ ০৭:৪৯:১৬ পূর্বাহ্ন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাইন বোর্ডে কোনো অনিয়ম সহ্য করা হবে না
দিরাই প্রতিনিধি :: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে প্রশাসনে দালালি, অনৈতিক সুবিধা গ্রহণকারী, অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িতদের কঠোর হস্তে দমন করা হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, আইনশৃঙ্খলার উন্নতি ও সরকারি বিভিন্ন দপ্তরে দালালমুক্ত করতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাইন বোর্ডে কোনো অনিয়ম সহ্য করা হবে না। সোমবার দুপুরে দিরাই পৌর শহরের জালাল সিটি সেন্টারের কনফারেন্স হলে স্থানীয় গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র জনতা আন্দোলনকারীদের পক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অনিক রহমান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রশিদ চৌধুরী, মোশতাক চৌধুরী, আরমান হোসেন আবিদ, নবাব মিয়া, রাহুল হোসেন, হাসান আহমেদ, রোহান মুশফি, কারিমুল হক, সাব্বির আহমেদ প্রমুখ। লিখিত বক্তব্যে তারা জানান, দীর্ঘ প্রায় ১৫ বছরের ফ্যাসিবাদের পতন শেষে বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ফ্যাসিস্টদের কালো থাবায় ক্ষতবিক্ষত প্রাণের বাংলাদেশকে নতুন করে গড়তে কাজ শুরু করেছেন। বৈষম্যবিরোধী আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্রসমাজ দেশের আপামর জনসাধারণের কাছে বিরল সম্মান অর্জন করেছে। এই সুযোগকে পুঁজি করে কতিপয় ছাত্র নামধারী দুর্বৃত্ত দিরাইয়ে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েছে। ছাত্রদের যেখানে পড়ার টেবিলে থাকার কথা, সেখানে কতিপয় ছাত্র নামধারী বিভিন্ন সরকারি দপ্তরে অনৈতিক সুবিধা ও দালালিতে ব্যস্ত হয়ে পড়েছে। ইতিমধ্যে আমরা দেখেছি, কিছু ছাত্র নামধারী বিভিন্ন সরকারি অফিসে খবরদারি, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অশোভন আচরণ এবং প্রশাসনিক কাজে ব্যাঘাত সৃষ্টি করে চলেছে। অফিসপাড়ায় কর্মদিবসের বেশিরভাগ সময় তাদের বিচরণ করতে দেখা যায়। অথচ আন্দোলনের সময় তারা নিষ্ক্রিয় ছিল। ৫ আগস্টের পর অসৎ উদ্দেশ্যে তাদের উদয় ঘটেছে। আমরা পরিষ্কার ভাষায় জানাতে চাই, দিরাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে কোনো অনিয়ম দালালির সাথে জড়িতদের কঠোর হস্তে দমন করা হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কলঙ্কিত করার যে কোনো অপপ্রয়াস রুখে দিতে দিরাইয়ের বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র জনতা সবসময় প্রস্তুত। প্রশাসনের উদ্দেশ্যে তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে কেউ সরকারি অফিসে অনৈতিক সুবিধা, দালালি কিংবা অযাচিত খবরদারি করতে গেলে তাদের আইনের হাতে সোপর্দ করতে হবে। বিনাপ্রতিবন্ধকতায় সরকারি দায়িত্ব পালন এবং একটি আদর্শ দিরাই উপজেলা গঠনে প্রশাসনকে সবধরণের সহযোগিতা করতে আমরা বৈষম্যবিরোধী মূল ছাত্র আন্দোলনকারীরা সর্বদা প্রস্তুত। আমরা মনে করি বর্তমানে দেশে সংস্কারের যে ধারা শুরু হয়েছে। এর ধারাবাহিকতায় দিরাইয়েও কিছু সংস্কারের প্রয়োজন। এরমধ্যে দিরাই পৌর শহরে যানজট নিরসন, ব্যাটারিচালিত অবৈধ ইজিবাইক, রিকশা চলাচল সীমিতকরণ, বিভিন্ন মোড়ে যানবাহনের অবৈধ স্ট্যান্ড স্থানান্তর, ফুটপাত অবৈধ দখলমুক্ত করা, যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলা, সড়কের ডিভাইডারে বৃক্ষরোপণসহ শহরের সৌন্দর্য বর্ধনে পদক্ষেপ গ্রহণ, ল্যাম্পোস্ট স্থাপন উল্লেখযোগ্য। এছাড়া ৫০ শয্যাবিশিষ্ট দিরাই হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও লোকবল নিয়োগ করে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, দিরাই উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানের পড়াশোনার মানোন্নয়নে পদক্ষেপ গ্রহণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স