সুনামগঞ্জ , বুধবার, ১৬ অক্টোবর ২০২৪ , ১ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টাঙ্গুয়ার হাওরে অবৈধ জাল জব্দ, আটক ১৬ জামালগঞ্জে বিআরডিবি’র সভাপতি পদে নির্বাচন সম্পন্ন এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে প্রেস কনফারেন্স ডিমের নতুন দাম নির্ধারণ সরকারি ঘরের জামানতের কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগ পাসের হারে সিলেটের চমক যুক্তরাষ্ট্র ও কানাডা সফরে গেলেন সেনাপ্রধান সাগর-রুনি হত্যা : ১১২ বার পেছাল তদন্ত প্রতিবেদন বৈষম্যবিরোধী আন্দোলনের ভিডিও ও স্থিরচিত্র জমা দেওয়ার আহ্বান ঘর দেয়ার কথা বলে ইউপি সদস্যের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেফতার বাজারে সবজি সংকট, ডিম ‘উধাও’ কাঁচামরিচের কেজি ৬০০ টাকা! মানবিক ভিসা চালু করতে যাচ্ছে পর্তুগাল তারেক রহমানের সব মামলা প্রত্যাহার না হলে আন্দোলনের হুঁশিয়ারি সালমান-আনিসুল-পলক-মামুন আরও ৪৭ মামলায় গ্রেফতার শান্তিগঞ্জে যাত্রীছাউনির অভাবে মানুষের ভোগান্তি আজ এইচএসসি’র ফল প্রকাশ নাইকো মামলা: খালেদা জিয়াসহ আট জনের সাক্ষ্য গ্রহণ ২২ অক্টোবর সরকারি চাকরিতে পুরুষদের বয়সসীমা ৩৫, নারীদের ৩৭ করার সুপারিশ ১৫ জুলাই থেকে ৮ আগস্ট অভ্যুত্থানে সক্রিয় ছাত্র-জনতাকে হয়রানি করা হবে না

দুই দিনব্যাপী তথ্য মেলার সমাপ্তি

  • আপলোড সময় : ০১-১০-২০২৪ ০৭:৩০:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৪ ০৭:৩০:০৬ পূর্বাহ্ন
দুই দিনব্যাপী তথ্য মেলার সমাপ্তি
‘তথ্যই শক্তি - জানবো জানাবো দুর্নীতি রুখবো’ স্লোগানকে সামনে রেখে শহীদ আবুল হোসেন মিলনায়তন প্রাঙ্গণে জেলা প্রশাসন এবং টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), সুনামগঞ্জ’র উদ্যোগে ২ দিনব্যাপী তথ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। তথ্য মেলায় ৪ শতাধিক আবেদনকারী সাধারণ নাগরিককে তথ্যসেবা প্রদান করেছে জেলার ১৮টি সরকারি ও বেসরকারি দপ্তর। মেলা চলাকালীন ৭১৮ জন সাধরণ মানুষকে তথ্য অধিকার আইন সম্পর্কে জানানো হয়েছে। মেলায় আগত দর্শনার্থীবৃন্দ বিভিন্ন দপ্তরে ৪১৬টি তথ্য আবেদন করেছে এবং মেলা চলাকালীন ৩৭৭টি তথ্য আবেদন নিষ্পত্তি করা হয়েছে। সমাপনী বক্তব্য সুনামগঞ্জ পুলিশ সুপার আ.ফ.ম. আনোয়ার হোসেন খান বলেন, তথ্য অধিকার আইন-২০০৯ অনুযায়ী তথ্য পাওয়া নাগরিক অধিকার। তিনি আরও বলেন, বিশ^ব্যাপী চলমান এসডিজি বাস্তবায়ন এবং জনবান্ধব প্রশাসন বাস্তবায়নে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন প্রতিষ্ঠায় সরকারি বেসরকারি দপ্তরের সেবা প্রদান পদ্ধতিকে যুগোপযোগী করতে হবে। পুলিশ বিভাগে যে সকল তথ্য উন্মুক্ত থাকার কথা তার সবই এখন ওয়েব পোর্টালে নিয়মিত হালনাগাদ করা হচ্ছে। সুনামগঞ্জ’র সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন বলেন, দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইন ২০০৯ বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে সক্রিয় হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, স্বপ্নের উন্নত বাংলাদেশ গড়তে হলে সরকারি-বেসরকারি সকল পর্যায়ে হয়রানিমুক্ত জনসেবা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সুনামগঞ্জ জেলার স্বাস্থ্য বিভাগের যে কোন বিষয় নিয়ে যে কেউ আমার সাথে সরাসরি কথা বা অভিযোগ জানাতে পারেন। এর আগে বিকেল ৪টায় পৌরসভায় বসবাসকারী নাগরিকদের অংশগ্রহণে সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বে পৌর সেবার বিভিন্ন সেবা সম্পর্কিত গণশুনানী অনুষ্ঠিত হয়েছে মেলা চত্বরে। বিভিন্ন প্রশ্নের উত্তরে সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন, পৌরসভার বর্জ্য ও ড্রেনেজ ব্যবস্থার দ্রুত উন্নয়ন করা হবে, সড়ক বাতিগুলো মেরামতের কাজ এক সপ্তাহের মধ্যে সম্পন্ন করা হবে। পৌর প্রশাসক সবাইকে নিয়ে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং পৌরসভা সম্পর্কিত যে কোন অভিযোগ পৌরসভায় স্থাপিত অভিযোগ বক্সে লিখিত আকারে দিলে তার দ্রুত বাস্তবায়ন করা হবে। দু’দিনব্যাপী তথ্যমেলায় অংশগ্রহণকারী সকল প্রতিষ্ঠানকে তথ্য সেবা প্রদান করায় ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রদান, কুইজ, চিত্রাংকন ও র‌্যাফেল ড্র বিজয়ীদেরকে পুরস্কৃত করা হয়। মেলায় সর্বোচ্চ তথ্য সেবা প্রদান করায় জেলা বিআরটিএ অফিসকে প্রথম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দ্বিতীয় এবং পাসপোর্ট অফিসকে তৃতীয় স্থান অর্জনের ক্রেস্ট প্রদান করা হয়। সনাক সহ-সভাপতি ও মেলা আয়োজন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট নাজনীন বেগম’র সভাপতিত্বে সমাপনি অনুষ্ঠান ও আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পুলিশ সুপার আ.ফ.ম. আনোয়ার হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন। মেলায় আগত সাধারণ দর্শনার্থীবৃন্দ আবেদনের মাধ্যমে কাংখিত তথ্য পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মেলা আয়োজকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন প্রাতিষ্ঠান তথ্যভা-ার উপস্থাপন ও উপস্থিত জনগণের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। - সংবাদ বিজ্ঞপ্তি

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য