সুনামগঞ্জ , রবিবার, ০৬ জুলাই ২০২৫ , ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জলবায়ু সহনশীল প্রকল্পে লক্ষ্য পূরণ হয়নি, বিদেশ সফরেই প্রকল্প সারা সুনামগঞ্জ সদর হাসপাতাল : আউটসোর্সিংয়ে কর্মী নিয়োগে ঘুষ বাণিজ্যের অভিযোগ হাজারো নেতাকর্মী নিয়ে অ্যাড. নূরুল ইসলামের গণসংযোগ আজ পবিত্র আশুরা সিলেটে ৫ দফা দাবিতে পণ্য পরিবহন ধর্মঘট বিগত সময়ে মাদ্রাসা ও কারিগরি শিক্ষাকে অবহেলা করা হয়েছে : ড. খ. ম. কবিরুল ইসলাম খাসিয়ামারা নদী ভাঙনে বিলীন হচ্ছে জনপদ, আতঙ্কে শত শত পরিবার পৌর শহরে রিকশা ভাড়ায় নৈরাজ্য : বিপাকে সাধারণ মানুষ আলোচনায় জামায়াত, জমিয়ত, এনসিপি, খেলাফত ও ইসলামী আন্দোলনের প্রার্থীরাও ফেব্রুয়ারি ঘিরেই বিএনপি’র প্রস্তুতি ছয়মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ২৭৭৮ জন দিরাইয়ে দুই পদের বিপরীতে বিএনপির ১৬০ জনের আবেদন ‘মব’ আমাদের সংস্কৃতির অংশ নয় দেড় কোটি টাকার বরাদ্দে নয়ছয় জনগণের স্বার্থবিরোধী বিষয়ে কোনো ছাড় নয় : তারেক রহমান পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু জনউদ্যোগের জনসচেতনতামূলক ক্যাম্পেইন জেলা খেলাফত মজলিসের তরবিয়তী মজলিস অনুষ্ঠিত শেখ হাসিনার ৬ মাসের কারাদন্ড সীমান্তে চার বাংলাদেশি নাগরিক ও দুই পাচারকারী আটক
বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদ্বোধন

শিশুকে মোবাইল নয়, বই ও কলম দিন : জেলা প্রশাসক

  • আপলোড সময় : ৩০-০৯-২০২৪ ০১:৩৫:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৪ ০১:৩৫:৫৯ পূর্বাহ্ন
শিশুকে মোবাইল নয়, বই ও কলম দিন : জেলা প্রশাসক
স্টাফ রিপোর্টার :: ‘প্রতিটি শিশুর অধিকার, রক্ষা আমাদের অঙ্গিকার’ এই প্রতিপাদ্য নিয়ে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদ্বোধন হয়েছে। রবিবার সকালে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। এ উপলক্ষে ওইদিন সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খান (পিপিএম), অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সমর কুমার পাল, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেল, ইসলামিক রিলিফ বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার ম্যানেজার মো. শামসুল আলম। সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শিশু একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ। সভায় আরও বক্তব্য রাখেন শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ ও শেখ উম্মে মহুয়া। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এর আগে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, শিশুদের সঠিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলতে অবশ্যই তার পরিবারকে সকল কর্মে সচেতন থাকতে হবে। জন্মের পর থেকে প্রতিটি শিশুর শিক্ষা শুরু হয়ে যায়। তারা যা দেখে, শুনে, স্পর্শ করে সবই তার শিক্ষার অংশ। পিতা-মাতারা যদি রাত জেগে মোবাইল ব্যবহার করেন, তবে ওই শিশুও তাই করবে। মোবাইলে আসক্ত হয়ে উঠবে পরিবারের অজান্তে। তিনি বলেন, শিশুকাল থেকে শিশুকে মোবাইল নয়, শিক্ষার অংশ হিসাবে তার হাতে বই ও কলম তোলে দিন। পরিবারের শিশুদের সামনে ভাল ভাল কাজগুলো করুন, শিক্ষণীয় আলোচনা করুন। তার শিক্ষার অগ্রগতিতে কাজে লাগবে। নৈতিকতার শিক্ষায় শিক্ষিত হলে দেখবেন বড়দের কথা শিশুরা অবশ্যই মেনে চলবে। তিনি আরও বলেন, আমাদের পক্ষ থেকে বই পড়া কর্মসূচি হাতে নিয়েছি। যেসব শিশুরা ভাল বই পড়বে তাদেরকে পুরস্কৃত করবো। আমরা সকল বয়সের মানুষকে পাঠ্যভাস গড়ে তোলার চেষ্টা করছি। একই সাথে বিতর্ক প্রতিযোগিতার ও আয়োজন করছি।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
জলবায়ু সহনশীল প্রকল্পে লক্ষ্য পূরণ হয়নি, বিদেশ সফরেই প্রকল্প সারা

জলবায়ু সহনশীল প্রকল্পে লক্ষ্য পূরণ হয়নি, বিদেশ সফরেই প্রকল্প সারা