বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
ধোপাজান-যাদুকাটায় পরিবেশ বিধ্বংসী কর্মকান্ড বন্ধের দাবি
- আপলোড সময় : ৩০-০৯-২০২৪ ০১:২৫:৫২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ৩০-০৯-২০২৪ ০১:২৫:৫২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের ধোপাজান-চলতি নদী ও যাদুকাটা নদীসহ বিভিন্ন নদীতে অবাধে বালু-পাথর লুট, নদীরপাড় কাটা এবং পরিবেশ বিধ্বংসী কর্মকা- বন্ধের দাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ জনতার ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলন সংগঠনের সভাপতি এ কে এম আবু নাছার, সহ-সভাপতি সাইফুল আলম সদরুল, সাংবাদিক আল হেলাল, শিক্ষার্থী ইমনদোজা, উছমান গণি, সিয়াম আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, জেলা প্রশাসনের কর্মকর্তাদের অবৈধ বালি উত্তোলন ও পরিবহন বন্ধ করার কথা বলেও প্রয়োজনীয় ও কার্যকরি ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তারা বলেন, ইজারাবিহীন ধোপাজান নদী ও সুরমা নদীর সংযোগস্থলে সার্বক্ষণিক পুলিশি প্রহরার কথা বলে আসলেও কোনো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এতে সরকারি স¤পদ লুটেপুটে খাচ্ছে সর্বমহলের প্রভাবশালীরা। তারা এসব লুটপাটকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ