সুনামগঞ্জ , সোমবার, ১৯ মে ২০২৫ , ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বপ্নের সেতু আশ্বাসেই বন্দী বজ্রপাতে দুই শ্রমিক নিহত ধর্মপাশায় ২২ পরিবারকে জমি থেকে উচ্ছেদের ষড়যন্ত্র সুনামকণ্ঠ সাহিত্য পরিষদের সাপ্তাহিক আড্ডা অনুষ্ঠিত ধর্মপাশায় গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ জেলা স্কাউটসের মাল্টিপারপাস ওয়ার্কশপ অনুষ্ঠিত দৈনিক কালবেলা’র জেলা প্রতিনিধি হলেন কুদরত পাশা বকেয়া বেতন পরিশোধের দাবিতে শিক্ষকদের মানববন্ধন বেহাল সড়ক সংস্কারের উদ্যোগ নেই দুর্ভোগে ১০ গ্রামের মানুষ জাতীয় বাজেটে হাওরাঞ্চলের উন্নয়নে বিশেষ বরাদ্দের প্রত্যাশা জামালগঞ্জে ডেভিল হান্ট অপারেশনে ছাত্রলীগ নেতা গ্রেফতার জগন্নাথপুরে বোরো ধান কর্তন উৎসব অনুষ্ঠিত আন্তঃউপজেলা অধিকার পরিষদের আত্মপ্রকাশ নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে ইউএনও পল্লী বাউল জবান আলী’র ৯০ বছর উদযাপন টাঙ্গুয়ার হাওর সংরক্ষণে ৪.০৫ মিলিয়ন ডলারের প্রকল্প যাদের বুকে আল্লাহর ভয় আছে তাদেরকে ক্ষমতায় বসানোর আহ্বান পবিত্র ঈদুল আজহা উদযাপনে প্রস্তুতিমূলক সভা দেশের মানুষ সুষ্ঠু নির্বাচন দেখতে চায় : কয়ছর এম আহমদ রক্ষা পেল চাষীদের কষ্টার্জিত ফসল

জামালগঞ্জে মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন

  • আপলোড সময় : ২৯-০৯-২০২৪ ০৯:০৪:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৯-২০২৪ ০৯:০৪:০৯ পূর্বাহ্ন
জামালগঞ্জে মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগে এলাকাবাসীর মানববন্ধন
জামালগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় মিথ্যা মামলা ও হয়রানির অভিযোগে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের শরিফপুর গ্রামবাসীর উদ্যোগে গ্রামের পাশেই এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শরিফপুর গ্রামের সর্বস্তরের জনগণ ভুক্তভোগী পরিবারটির পাশে দাঁড়িয়ে এই মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, রফিক মিয়ার ছেলে জাহাঙ্গীর (২৮), ও তার ভাই ইকবাল হোসেনসহ (৩৮) একাধিক ব্যাক্তির নামে বসতঘরে অগ্নিসংযোগ করেছে বলে থানায় যে অভিযোগটি করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। শরিফপুর গ্রামের বাসিন্দা রাসেল মিয়া বলেন, আমার বাড়ির কাছাকাছি জহর মিয়ার বাড়ি। তাদের দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত একটি বিষয় নিয়ে বিবাদী পক্ষের সাথে ঝামেলা চলছে। তারা মূলত নিজেরাই আগুন দিয়েছে ঘটনাটি অন্যদিকে প্রবাহিত করার জন্য। বাদীর ভাতিজা মো. হান্নান মিয়া জানান, আমার বাড়ির পাশেই জহর চাচার বাড়ি। আমি সকাল ৬ টার দিকে ঘুম থেকে ওঠে দেখি জহর চাচার ঘরের কিছু অংশ আগুনে জ্বলছে এবং জহর চাচা, সুলতান ও মানিকসহ পরিবারের লোকজন নিজেরাই লাঠিসোটা ও দা দিয়ে নিজেদের ঘরের টিন ও বেড়া কুপিয়ে ভাঙ্গতেছে। এতে আমি ও আমার বড় ভাই প্রত্যক্ষদর্শী। আমরা গ্রামে শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনতে আজকে মানববন্ধনে অংশগ্রহণ করেছি। আমরা চাই প্রশাসন তদন্ত করে এটার সঠিক বিচার করুক। আরেক প্রত্যক্ষদর্শী আঃ রহিম জানান, জহর মিয়া তার নিজের ঘরে সে নিজেই আগুন লাগিয়েছে। আমাদের গ্রামে একটা অশান্তি সৃষ্টি করার জন্য তারা নিজেরা এই ধরেনর ন্যাক্কার জনক কাজ করেছে। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার চাই। বিবাদী জাহাঙ্গীর আলম তার বক্তব্যে বলেন, আমি ও আমার পরিবারকে সমাজে হেয় প্রতিপন্ন ও হয়ারনি করার জন্য তারা নিজেরাই নিজেদের ঘরে আগুন দিয়ে বিভিন্ন অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালিয়েছে এবং এখন আমাদের পরিবারের সদস্যদের নামে থানায় অগ্নি সংযোগ ও লুটপাটের অভিযোগ করেছে। এতে সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীরা আইনের আওতায় আসুক তা আমরা চাই। উল্লেখ্য : গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ভোর ৫ টা থেকে ৬ টার মধ্যে শরিফপুর গ্রামের জহর মিয়ার বসত ঘরের একটি অংশে একই গ্রামের রফিক মিয়ার ছেলে জাহাঙ্গীর ও তার ভাই ইকবাল হোসেনসহসহ একাধিক ব্যাক্তি অগ্নি সংযোগ ও লুটপাট করেছে বলে দাবি করে জামালগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন জহর মিয়া। থানায় মিথ্যা অভিযোগের প্রতিবাদ ও সুষ্ঠু তদন্তের দাবিতে গতকাল ভুক্তভোগী বিবাদীর পরিবারসহ গ্রামের বাসিন্দারা এই মানববন্ধন করেন। এব্যাপারে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ.ম কামাল হোসাইন বলেন, ঘর পোড়া ও লুটপাটের একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তনাধীন আছে। যাচাই-বাছাই করেই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স