সুনামগঞ্জ , বুধবার, ০৯ অক্টোবর ২০২৪ , ২৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনকারীদের জবাবদিহির আওতায় আনতে হবে : যুক্তরাষ্ট্র সেই নির্বাহী ম্যাজিস্ট্রেটকে আদালতে হাজির হতে সমন জারি সাবেক আইজিপি মামুন ৪৩ দিনের রিমান্ডে ইনু, নাসিম ও বিপ্লব কুমারের ব্যাংক হিসাব স্থগিত সাবেক মন্ত্রী এমএ মান্নানকে ওসমানী মেডিক্যালে স্থানান্তর আজ শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব প্রধান উপদেষ্টার সঙ্গে জাপার সংলাপ চান না সারজিস-হাসনাত আগামী সপ্তাহে বৃষ্টি বাড়তে পারে সালমান-পলক-দীপু-ইনু-মেনন ফের রিমান্ডে শাবিপ্রবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ৩ নভেম্বর সাবেক উপজেলা চেয়ারম্যানসহ গ্রেফতার ১৫ পল্লী বিদ্যুতের ভূতুড়ে বিলে অতিষ্ঠ গ্রাহক দিরাইয়ে ইজারাদারের দৌরাত্ম্যে অসহায় কৃষক-মৎস্যজীবীরা শিক্ষকদের সঠিকভাবে মূল্যায়ন করুন সাবের হোসেন চৌধুরীর ৫ দিনের রিমান্ড বিপিএলে কমছে পারিশ্রমিক, সর্বোচ্চ ৬০ লাখ টাকা সুনামগঞ্জে ছাত্র-জনতার মিছিলে হামলায় এক দিনে ১১ জন গ্রেফতার জন্ম ও মৃত্যু নিবন্ধন সুশাসন নিশ্চিত করবে: জেলা প্রশাসক চাঁদাবাজির অভিযোগে সাবেক এমপি রতনের ভাই কারাগারে

চিলাই নদীতে বালুখেকোদের থাবা: অভিযোগ করেও প্রতিকার মিলছে না

  • আপলোড সময় : ২৭-০৯-২০২৪ ০৯:১৭:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৯-২০২৪ ০৯:১৭:৩৬ পূর্বাহ্ন
চিলাই নদীতে বালুখেকোদের থাবা: অভিযোগ করেও প্রতিকার মিলছে না
দোয়ারাবাজার প্রতিনিধি :: দীর্ঘদিন ধরে বালুখেকোদের থাবায় ক্ষত-বিক্ষত হচ্ছে দোয়ারাবাজারের চিলাই নদী। অভিযোগ উঠেছে, উপজেলা ভূমি অফিসের একশ্রেণির অসাধু কর্মচারীদের যোগসাজশে বালুখেকো সিন্ডিকেট এখন আরও বেপরোয়া হয়ে উঠেছে। রাতভর ড্রেজার মেশিনে বালি উত্তোলন শেষে ট্রলারবোঝাই করে পাচার হয় ওই নদীর বালু। সরাসরি এসিল্যান্ড অফিসের লোকজন বালুখেকোদের সঙ্গে যোগাযোগ থাকায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও অভিযান চালিয়ে বারবারই ব্যর্থ হন। স্পটে যাওয়ার আগেই ওই অফিস থেকে খবর পৌঁছানোর কারণে রক্ষা পেয়ে যায় বালুখেকোরা। আর এতে কোনও কার্যকর পদক্ষেপও গ্রহণ করতে পারছেনা সংশ্লিষ্ট প্রশাসন। সম্প্রতি চিলাই নদীতে অবাধে বালি উত্তোলন বন্ধে একাধিক অভিযোগ জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডারসহ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তার নিকট দিয়েও কোনও প্রতিকার মিলছে না। অপরদিকে চিলাই নদী বালুখেকোদের কবলে থাকার সংবাদ বারবার গণমাধ্যমে প্রকাশ করা হলেও টনক নড়ছে না সংশ্লিষ্ট প্রশাসনের। বালুখেকো চক্রের লোকজন বলছে, তারা স্থানীয় ভূমি অফিসকে ম্যানেজ করেই তারা বালু বিক্রি করে আসছে। আগে দিনে বালু উত্তোলন করা হতো এখন রাতে বালি তুলে ট্রলারবোঝাই করে বিক্রি করা হয়। এদিকে বালু উত্তোলন-আহরণ বন্ধে স্থানীয় প্রশাসনের নেই কার্যকর কোনো পদক্ষেপ। সংশ্লিষ্টদের এমন নমনীয়তার কারণে লাখ লাখ টাকার বালু উত্তোলন করা হলেও সরকার বঞ্চিত হচ্ছে মোটা অংকের রাজস্ব থেকে। উল্লেখ্য, ভারতের চেরাপুঞ্জি থেকে আসা দোয়ারাবাজারের বাংলাবাজার, বোগলা, সুরমা, দোয়ারাবাজার সদর ইউনিয়নের উপর দিয়ে বয়ে যাওয়া পাহাড়ি নদী ‘চিলাই’ মিলিত হয়েছে সুরমা নদীর সঙ্গে। ওই নদীর দুই তীর ঘেঁষে সুন্দরপই রইছপুর, রাখালকান্দি, গোজাউড়া, রামনগর, বাঘমারা, ভোলাখালি, ভিখারগাঁও, বালুচরা, উরুরগাঁও, কিরণপাড়া ও বাঘরাসহ অন্তত ১৫টি গ্রাম রয়েছে। অব্যাহত পাড় ভাঙনের ফলে ওই নদী হতে বালি উত্তোলনে স্থানীয় প্রশাসনের নিষেধাজ্ঞা রয়েছে। স্থানীয়রা বলেছেন, চিলাই নদীতে বালু কমে গেছে। এরপরেও ড্রেজার মেশিন দিয়ে অনেক গভীর থেকে তোলা হচ্ছে বালু। গভীর রাতে ড্রেজার মেশিনসহ শত শত বারকি নৌকায় বালু উত্তোলন করা হয়। গেল বছর এভাবে উত্তোলন করা বেশকিছু বালু জব্দ করে কম মূল্যে নিলাম দেয়া হয়েছিল। নিলামে বিক্রয় করা বালু বহনের অজুহাতে দিনের বেলায়ও বালু উত্তোলন করে বিক্রয় করা হচ্ছে বেশ কিছুদিন ধরে। এখন রাতের বেলায় ড্রেজার মেশিনের তা-ব চলছে। প্রশাসনকে জানিয়েও কোনো প্রতিকার হচ্ছে না। এতে নদী ভাঙনে ক্ষতির শিকার হচ্ছে স্থানীয় বাসিন্দারা। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার তনু বলেন, চিলাই নদীর বালিখেকোদের দমনে ইতোমধ্যে অভিযান করা হয়েছে। তাদের দৌরাত্ম্য কমাতে প্রশাসনিক অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স