মধ্যনগর প্রতিনিধি :: মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের রামপুর গ্রামের নিজ বাড়ির সামনে থাকা জলাশয়ে ডুবে সোমবার দুপুরে মোছা. সোহোদা (১৬) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। সে রামপুর গ্রামের সুরজত আলীর মেয়ে। পরিবারের সদস্যদের বরাত দিয়ে মধ্যনগর থানার ওসি সজীব রহমান বলেন, ওই কিশোরী দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিলেন। সোমবার বেলা দেড়টার দিকে মোছা. সোহোদা নিজ বাড়ির সামনে থাকা জলাশয়ে থালা-বাসন ধৌত করতে গিয়ে পানিতে পড়ে তলিয়ে যায়। পরে বেলা আড়াইটার দিকে পরিবারের লেকজন মৃত অবস্থায় ওই জলাশয় থেকে তাকে উদ্ধার করে। এই মৃত্যু নিয়ে কেনো অভিযোগ না থাকায় এবং ময়নাতদন্ত ছাড়াই লাশ গ্রহণের আবেদন করায় লাশটি তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।