ছাতক প্রতিনিধি :: ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের জয়নগর, জোড়া পানি, নোয়ারাই ইসলামপুর, নোয়ারাই, মৌলা ও শাহ আরফিন নগর গ্রামের উপর দিয়ে বয়ে গেছে রৌআইল নামক খাল। খালটি থাকায় ৬টি গ্রামের মানুষ গৃহস্থালির জন্য পানি সংগ্রহ, অজু, গোসল, কাপড় কাচাসহ গৃহপালিত পশু প্রাণীদের গোসলসহ নানা প্রয়োজন মিটিয়ে থাকেন। এছাড়াও মাছ আহরণ করে পরিবারের পুষ্টির চাহিদা মিটিয়ে থাকেন। কিন্তু গত দুই বছর ধরে কতিপয় লোকজন মৎস্যজীবী পরিচয় দিয়ে ৮ একরের জলাশয়টি উপজেলা নির্বাহী অফিসের কর্মকর্তাদের ভুল তথ্য দিয়ে লিজ গ্রহণ করে। এই লিজ বাতিল করে খালটি উদ্ধারের দাবিতে রবিবার বিকেলে রৌআইল খালের পাড়ে মানববন্ধন করেন এলাকাবাসী। মানববন্ধনে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দূরবীন শাহ বাউল সংঘের সভাপতি হানিফ আলী, মাহবুব আলম রাসেল, ইসকন্দর আলী, মানিক আলী, জাফর মিয়া, সায়েম আহমদ, সোহেল আহমদ, মুকুল মিয়া, শামসুল আলম, সমর দাস, হেলাল আহমদ, সাদিকুর রহমান, মারুফ হোসেন, আরব আলী, আমিনুর রহমান, ওয়াসিম, কমরু মিয়া, আব্দুল কাদির, সাজিদ আহমদ, হাসমত আলী, লিয়াকত আলী, সোহেল আহমদ, সেলিম আহমেদ, রুহেল মিয়া, মুজেফর আলী, কমরু মিয়া, হাজী আলী হোসেন, বুলবুল আহমদ, আবু সুফিয়ান, ফারুক আহমদ, নাজির আলী, সাব্বির আহমদ, সাদ্দাম হোসেন, রুবেল আহমদ, হাসমত আলী, জহুর আলী, হিরন মিয়া, মীর আলী প্রমুখ।