জগন্নাথপুর প্রতিনিধি :: জগন্নাথপুর পৌর সদর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মিন্টু রঞ্জন ধর আর বেঁচে নেই। তিনি দীর্ঘদিন ধরে লিভারজনিত রোগে ভুগছিলেন। রোববার সকালে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি পরলোক গমন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান, ভাই, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মধুসূদন ধরের বড়ভাই সবার প্রিয়জন মিন্টু রঞ্জন ধর-এর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে জগন্নাথপুর উপজেলার সর্বত্র শোকের ছায়া বিরাজ করে।