শান্তিগঞ্জ প্রতিনিধি ::
সাবেক পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এমএ মান্নানকে বৃহ¯পতিবার রাত সাড়ে দশটায় শান্তিগঞ্জের নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান জানান, গেল ৪ আগস্টে সুনামগঞ্জ শহরে ছাত্র-জনতার উপর হামলায় দায়ের করা মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে এমএ মান্নানকে আদালতে হাজির করা হলে তাকে জেলহাজতে প্রেরণ করার নির্দেশ দেন আদালত। পরে তাকে সুনামগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়।
এদিকে, শুক্রবার সকাল ১০টায় শান্তিগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ বাজার চত্বরে এমএ মান্নানকে গ্রেফতারের প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। এ সময় শিক্ষার্থীরা এমএ মান্নানকে নিঃশর্ত মুক্তির দাবিতে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এ সময় প্রায় ১ ঘণ্টা সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। পরবর্তীতে মানুষের দুর্ভোগ দেখে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের অবরোধ কর্মসূচি সমাপ্ত করে।
বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বলেন, এমএ মান্নান একজন সৎ, সজ্জন রাজনীতিবিদ। তিনি আমাদের ছাত্র আন্দোলনে প্রথম থেকেই সাধারণ শিক্ষার্থীদের সাথে ছিলেন। সেই সাথে হাওরাঞ্চলের সাধারণ শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নিশ্চিত করতে সুনামগঞ্জে মেডিকেল কলেজ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করেছেন। আমরা এমএ মান্নানের নিঃশর্ত মুক্তির দাবিতে আজ এই কর্মসূচি পালন করেছি। তাকে সসম্মানে মুক্তি না দিলে, আগামীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা আরো বড় কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে।
হাম্মাদ আহমেদ নামের একজন বলেন, এম এ মান্নান একজন ¯পষ্টবাদী মানুষ। তিনি আন্দোলন চলাকালে একটি টেলিভিশনে ছাত্র-জনতার দাবির পক্ষে কথা বলেছেন। তিনি সরকারি টাকায় কেনা বুলেট ছাত্রদের ওপর ব্যবহারের বিচার চেয়েছেন। এখন তাকে হয়রানির উদ্দেশ্যে গ্রেপ্তার করা হয়েছে। আমরা অবিলম্বে তার মুক্তি চাই।